রাজ্যে ক্রমশ বাড়ছে শিশু নির্যাতন। চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সিনিয়র হাই মাদ্রাসার শিক্ষক মাসুদ আলম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের কুপিলা সিনিয়র মাদ্রাসায়।
শনিবার কুপিলা এমআইওএস সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেনির এক ছাত্রকে টিফিনের সময় বাথরুমে টেনে নিয়ে যায় ওই শিক্ষক। সেখানে তাকে যৌন হেনস্থা করে। কাউকে না জানানোর নির্দেশও দিয়েছিল গুণধর শিক্ষক। কিন্তু হুমকিকে ভয় না পেয়ে বাড়ি গিয়ে গোটা বিষয়টি জানায় নির্যাতিত ছাত্র। এরপরই সোমবার পড়ুয়া ও অভিভাবকরা অভিযুক্তকে চেপে ধরে। পুলিশ গিয়ে উদ্ধার করে ওই শিক্ষককে।
পরে নির্যাতিতর বাবার অভিযোগের ভিত্তিতে মাসুদ আলমকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। মঙ্গলবার তাকে জেলা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এ বিষয়ে নিগৃহীত ছাত্রের বাবা জানান, ‘বিদ্যালয়ে চরিত্র গঠন ও শিক্ষার্জনের জন্য ছেলেকে পাঠিয়েছিলাম। কিন্তু দেখছি মাদ্রাসার শিক্ষকেরই জ্ঞানের অভাব রয়েছে। তাই সন্তানসম ছেলের সঙ্গে যৌন নিগ্রহ করতে পেরেছে’।