বিজেপি করার অপরাধে বিজেপি নেতার বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি কেষ্টর বীরভূমে। এমনকি বিজেপি করার অপরাধে এক বিজেপি নেতাকে তালিবান কায়দায় কোপ মারারও অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।
গতকাল সোমবার বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা করার দিন ছিল। বীরভূমের বিজেপির দুই প্রার্থী এদিন মনোনয়ন জমা দিতে যান। ওনাদের মনোনয়ন জমা দেওয়ার সময় অগণিত মানুষের ভিড়ও জমেছিল।
কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক একত্রিত হয়ে ভারত মাতা’র নামে স্লোগান দিয়ে মনোনয়ন জমা দিতে সিউড়ির প্রশাসনিক ভবনে যান। সেই মিছিলে যোগ দেওয়ার অপরাধে সোমবার রাতে মহাম্মদবাজারের ভেজিনা গ্রামে তৃণমূল নেতা শেখ সিরাজের নেতৃত্বে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
তৃণমূলের নেতা শেখ সিরাজের নেতৃত্বে বিজেপির নেতা, কর্মী, সমর্থকদের বাড়িতে ব্যাপক বোমাবাজিও করা হয়। তারসাথে কর্মী, সমর্থকদের বাড়ি থেকে বের করে তাঁদের তালিবানি কায়দায় কোপানোও হয়।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন একনিষ্ঠ বিজেপি কর্মী। তাঁদের মধ্যে তিনজনকে সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
গ্রামবাসীরা জানান, ভূতুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা শেখ সিরাজ দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের সাথে নিয়ে এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ওই নেতা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়েও দুর্নীতি করছেন বলে অভিযোগ। আর এই কারণেই তৃণমূল কর্মীরা দল ছেড়ে বিজেপিতে নাম লেখান।
সেটা সহ্য হয়নি শেখ সিরাজের। সেই জন্যই বিজেপির নেতা কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের সমাজ বিরোধী নেতা শেখ সিরাজ।