রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর অভিভাষণ এর ধন্যবাদ প্রস্তাবে আজ লোকসভায় চর্চা হল। কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আইন সংশোধন বিল ২০১৯ আজ পেশ করেন। আরেকদিকে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং দিল্লীর আইন ব্যাবস্থা নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় জম্মু কাশ্মীর সংরক্ষণ সংশোধন বিল পেশ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রীর রুপে অমিত শাহ এর এটাই প্রথম বিল হবে। এর আগে এটি অর্ডিন্যান্স রুপে লাগু করা হয়েছিল। তখন এই বিলকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঞ্জুরি দিয়েছিল।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ লোকসভায় বিস্ফোরক মন্তব্য করেন। উনি বলেন, স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বে শান্তি আর বিশ্ব একতার মন্ত্র দিয়েছিলেন। উনি মোদী সরকারকে আক্রমণ করে বলেন, আপনার সরকারের ছয় বছর হতে চলল কিন্তু আপনারা এখনো কয়লা আর টুজি দুর্নীতি নিয়ে কাউকে গ্রেফতার করতে পারেন নি।
এখনো পর্যন্ত রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী বাইরে কি করে আছে? ওদের জেলে ঢোকান। আমি চাই দেশের আইন ব্যাবস্থা মজবুত হোক, দেশে অপরাধীদের কড়া শাস্তি হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক বড় সেলসম্যান! আমরা আমাদের উৎপাদ বিক্রি করতে অসমর্থ হয়েছি, আর ভারতীয় জনতা পার্টি তাঁদের সমস্ত ভালো, খারাপ উৎপাদ বিক্রি করে দিয়েছে। আপনার রাহুল আর সোনিয়া কে চোর বলে ক্ষমতায় এসেছেন, তাহলে ওরা সংসদে কি করে বসে আছে?