ফের ভোটের প্রচারে অভিনবত্ব আনলেন হুগলির চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ব্যান্ডেলে সাইকেলে চেপে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। ব্যান্ডেলের ক্যাওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়ে জনসংযোগ বাড়ানোর কাজ সারলেন লকেট। এর আগে গরুর গাড়িতে চেপে অভিনব কায়দায় প্রচার চালিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়।
বঙ্গ ভোটে রঙিন প্রচার। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে রাজ্যজুড়ে মেগা প্রচার। আজ রাজ্যে প্রচারে আসছেন জেপি নাড্ডা, জয়া বচ্চনরা। প্রচারে ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোাধ্যায়ও। এরই মাঝে সোমবার সকাল-সকাল ফের নিজের নির্বাচনী কেন্দ্র চুঁচুড়ায় অভিনব কায়দায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গরুর গাড়ির পর এবার সাইকেল। এদিন সকালে ব্যান্ডেলের ক্যাওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়ে জনসংযোগ বাড়ানোর কাজ সারলেন লকেট। বিজেপি প্রার্থীর সঙ্গেই এদিন সাইকেলে চেপে প্রচার কাজে তাঁকে সাহায্য করতে দেখা গেল দলের বেশ কয়েকজন নেতা-নেত্রীকেও।
সোমবার রাজ্যে জমজমাট প্রচার। আজ হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় প্রার্থীদের সমর্থনে হুগলিতে সভা সেরে কলকাতায় উড়ে যাবেন নাড্ডা। টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরই পাশাপাশি আজ তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন। কলকাতায় এসে প্রথমেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈক করার কথা রয়েছে অমিতাভ-জায়ার। এরপর টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি।
উল্টোদিকে, আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দুই জেলা দলের প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন। আজ হুগলিতে একগুচ্ছ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া, কোন্নগরের সভা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আজ প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তৃতীয় দফার ভোটের ঠিক আগের দিন শাসক-বিরোধী দু’পক্ষের প্রচার-পাল্টা প্রচারে সরগরম বাংলা।