লকডাউনের মেয়াদ বৃদ্ধি হতে পারে ৩১ মে পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকে বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই দাবি জানিয়েছেন, ১৭ মে-র পর চতুর্থবারের জন্য লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হোক। ফলে প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন, এ ব্যাপারে তাঁদের পরামর্শ লিখিতভাবে যেন ১৫ মে-র মধ্যে তাঁকে জানান।
মনে করা হচ্ছে, যেভাবে সংক্রমণ বৃদ্ধি হয়েছে তাতে এখনই লকডাউন (Lockdown) তোলা উচিত নয় বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির মতামত জানতে চেয়েছেন। মনে করা হচ্ছে ১৫ মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত জানার পরেই লকডাউনের মেয়াদ চতুর্থ ধাপের জন্য বৃদ্ধি করা হতে পারে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নিজের রাজ্য ২৯ মে পর্যন্ত লন্ডনের মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ পাঞ্জাবের আমরিন্দর সিংহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লকডাউনের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছেন। সূত্রের খবর, ১৫ মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত প্রধানমন্ত্রীর সচিবালয়ে জমা পড়লেই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে।