করোনার সংক্রমণ রুখতে ফের লকডাউনের পথে হাঁটলো রাজ্য। রাজ্যে যে সকল ঝুঁকিপূর্ণ (কন্টেনমেন্ট) এলাকা রয়েছে সেখানে ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে চলবে লকডাউন। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন। তবে কতদিন পর্যন্ত লকডাউন চলবে তা ওই নির্দেশিকায় জানানো হয়নি। এদিকে এতদিন রাজ্যে বাফার জোন, কনটেইনমেন্ট জোন আলাদা ছিল কিন্তু এখন থেকে বাফার জোন বলে কিছু থাকবে না। বরং তার বদলে বাড়ানো হবে কনটেনমেন্ট জোনের পরিধি। করোনার সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকায় উত্তর ২৪ পরগনা, মালদা জেলা থেকে লকডাউন করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে। প্রস্তাবে সীলমোহর দিয়ে এবার রাজ্য জুড়ে যে সমস্ত কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে চলবে কড়া লকডাউন। এদিন নবান্নের জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় একমুখী দোকান ছাড়া সরকারি বেসরকারী অফিস, দোকান, গণ পরিবহন বন্ধ থাকবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী কোন ব্যক্তি সরকারি, বেসরকারি কোন অফিসে যেতে পারবেন না। প্রয়োজনীয় সামগ্রী এনে দেবে প্রশাসন। ওই এলাকায় কোনও গাড়ি-ঘোড়া চলবে না। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কনটেইনমেন্ট জনের আওতাভুক্ত হবে তা ঠিক করবে কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভা যৌথভাবে। এদিকে জেলাগুলির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা তালিকা ঠিক করবে জেলা শাসক ও পুলিশ সুপার। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবসা, শিল্প, মার্কেট, জরুরি নয় এমন পরিষেবা এবং জমায়েত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরী সমস্ত পরিষেবা চালু থাকবে ঝুঁকিপূর্ণ এলাকায়। তবে এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সেই দ্রব্য বাড়িতে পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন।
এদিকে বাগবাজার, এলগিন রোড, শরৎ বোস রোড, উল্টোডাঙা সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে শুরু করেছে পুলিশ। এছাড়াও কলকাতায় যে সমস্ত অঞ্চলগুলি থেকে সংক্রমনের খবর বেশি আসছে সেই জায়গাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।