করোনাভাইরাসের প্রকোপ থেকে কোনওভাবেই রেহাই পাচ্ছে না মহারাষ্ট্র। কোনও ভাবেই কোভিড সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানাই যাচ্ছে না। তাই আংশিক লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে সরকার। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আগামী ১ জুন সকাল সাতটা পর্যন্ত মহারাষ্ট্রে বাড়ানো হয়েছে আংশিক লকডাউনের মেয়াদ।
১ জুন অবধি মহারাষ্ট্রে লকডাউনের মতো বিধি নিষেধ জারি থাকবে। তবে লকডাউন চললেও প্রতিদিন ৪ ঘণ্টা করে জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। একইসঙ্গে জানিয়েছে, ৫০ শতাংশ গণপরিবহণও চালু রাখা যাবে। তবে বাস, অটো, ট্যাক্সিতে সফর করা যাবে জরুরি ভিত্তিতেই। প্রয়োজনে যাত্রীকে প্রমাণ করতে হতে পারে সফরের কারণ। এছাড়াও অন্য রাজ্য থেকে কেউ যদি মহারাষ্ট্রে আসেন, তাহলে তাঁকে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট অবশ্যই দেখাতেই হবে।
2021-05-13