অনেক টালবাহানা ও দীর্ঘ জটিলতার পর আগামী বুধবার থেকে ফের রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তার আগে সেই পরিষেবার জন্য ট্রেনের টাইমটেবিল প্রকাশ করল রেল। রাজ্যের সঙ্গে বৈঠকে স্থির হয়েছে যে আপাতত হাওড়া ডিভিশনে প্রায় ৪০ শতাংশ ও শিয়ালদহ ডিভিশনে প্রায় ৪৫ শতাংশ ট্রেন নিয়ে শুরু হবে লোকাল ট্রেনের যাত্রা।
রেলের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হাওড়া দক্ষিণ-পূর্ব ডিভিশনে মোট ৮১টি ট্রেন চলবে, এর মধ্যে ৪০টি আপ ট্রেন চলবে। ডাউন ট্রেনের ৪১টির মধ্যে ৩৫টি ট্রেনের গন্তব্য হবে হাওড়া ও বাকি ছ’টি ডাউন ট্রেন শালিমার, সাঁতরাগাছি, পাঁশকুড়া ও মেচেদা পর্যন্ত যাবে।
রেলের থেকে পাওয়া খবর অনুযায়ী হাওড়া থেকে মেদিনীপুরে চলবে ১৩ জোড়া ট্রেন ও হাওড়া থেকে প্রথম মেদিনীপুর লোকাল ছাড়বে রাত ২.৪০ মিনিটে। অন্যদিকে মেদিনীপুর থেকে হাওড়াগামী প্রথম ট্রেন ছাড়বে ভোর ৪টে বেজে ৫ মিনিটে। হাওড়া থেকে খড়গপুরে চলবে ৪ জোড়া ট্রেন। খড়গপুর থেকে হাওড়াগামী প্রথম ট্রেন চলবে রাত ৩টেয়।
হাওড়া থেকে পাঁশকুড়ায় চলবে মোট ৯ জোড়া ট্রেন। পাঁশকুড়া-হাওড়া প্রথম ট্রেন ছাড়বে ৩টে ৫ মিনিটে। হাওড়া থেকে মেচেদায় চলবে ৫ জোড়া লোকাল। মেচেদা থেকে হাওড়াগামী প্রথম ট্রেন চলবে ভোর ৪টে বেজে ২০ মিনিটে।
অন্যদিকে, হাওড়া থেকে খড়গপুরের শেষ ট্রেন ছাড়বে ৮.৪৮ মিনিটে ও মেদিনীপুর লোকাল ছাড়বে ৮টা বেজে ১৫ মিনিটে। মেদিনীপুর থেকে হাওড়াগামী শেষ ট্রেন সন্ধ্যে ৭.১৫ মিনিটে ও পাঁশকুড়া থেকে হাওড়াগামী শেষ ট্রেন চলবে রাত ৮ টা বেজে ১৮ মিনিটে।
এদিকে, শিয়ালদহ ডিভিশনে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৫ টায় ও শেষ ট্রেন মিলবে রাত ১০টার পরেও। তবে শিয়ালদহগামী বিভিন্ন ট্রেনের সময়সূচী এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি রেলের পক্ষ থেকে।