সন্ধে ৬.৩৩: নন্দীগ্রামের ওসমান চকে তৃণমূলনেত্রী৷ দলের কর্মীদের সঙ্গে কথা মমতা বন্দ্য়োপাধ্যায়ের৷
বিকেল ৫.১০: তৃণমূলনেত্রীর পর এবার বয়ালে শুভেন্দু অধিকারী
বিকেল ৫: বিকেল ৫টা পর্যন্ত নন্দীগ্রামে ৮০.৭৯ শতাংশ ভোট পড়েছে
বেলা ৪.১৩: নন্দীগ্রামের সাত নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি জানাবে তৃণমূল, জানালেন শেখ সুফিয়ান
বেলা ৩.৫৭: কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছিল তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখানকার বিজেপি প্রার্থী গতকাল রাত থেকে উত্তেজনা ছড়াচ্ছে। নাম না করে শুভেন্দুকে বিঁধলেন। “৬৩টি অভিযোগ পাঠিয়েছি কমিশনকে। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। এখেনা ভোট চিটিংবাজি হয়েছে। এজেন্টদের মারধর করা হয়েছে। পুলিশকে বলেছি। ওরা চলে যেতেই আবার শুরু হয়েছে”। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের নির্দেশেই এমন ঘটনা বলে অভিযোগ মমতার। বহিরাগত ঢোকানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগ করা সত্ত্বেও কমিশন পদক্ষেপ নেননি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। যা ঘটছে তা যেন আর না ঘটে তার জন্য অনুরোধ করেন কমিশনকে। কেন নির্বাচনের দিনই রাজ্যে প্রধানমন্ত্রী? এটা কি নিয়ম ভঙ্গ নয়? প্রশ্ন তোলেন মমতা। ব়্যালিতে মহিলাদের শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
বেলা ৩.৪০: মুখ্যমন্ত্রী বের হওয়ার সময় তৃণমূলদের “পাশে আছি” স্লোগান
বেলা ৩.৩২: বুথ থেকে বাইরে বের করে আনা হল মুখ্যমন্ত্রীকে। কড়া নিরাপত্তায় তাঁকে বের করে আনা হল।
বেলা ৩.২৮: নন্দীগ্রাম কেন্দিমারী অঞ্চলের ২১৪ নং বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনি। অভিযোগ বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জির
বেলা ৩.২৬: নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়লের ঘটনা জানালেন তাঁদের।
বেলা ৩.২০: গন্ডগোলের মধ্য়েও ওই বুথে ভোটাররা যাচ্ছেন ভোট দিতে
বেলা ৩.১৫: নগেন্দ্র ত্রিপাঠি বয়ালের বুথে এসে মুখ্যমন্ত্রী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন। এরপর কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূল ও বিজেপির জমায়েতে গিয়েছেন। তাদের সঙ্গে কথা বলছেন।
বেলা ৩.০৯: এক ঘণ্টারও বেশি সময় ধরে বুথেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে বের করে আনার জন্য পৌঁছল স্পোশ্যাল ফোর্স।
বেলা ৩: বেলা ৩টে পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৯.৫৩ শতাংশ
বেলা ২.৪৩: ৮০ শতাংশ ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
বেলা ২.৪০: উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করেছেন। গোটা ঘটনা নিয়ে খোঁজ নিয়েছেন তিনি।
বেলা ২.৩০: মেরুকরণের রাজনীতি বয়ালে। বহিরাগতদের ঢোকানো হয়েছে বলে অভিযোগ। বুথের মধ্যেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আধ ঘণ্টারও বেশি হয়ে গিয়েছে পরিস্থিতি সামলানো চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বেলা ২.২১: রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধনেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলা ২.১৮: বয়ালের বুথে ধুন্ধুমার। বুথের ভিতর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ২.০৫: বয়ালে পুলিশের মানব বন্ধন ভেঙে মাঠে নেমে পড়ল তৃণমূল কর্মী সমর্থকেরা। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলছেন বিজেপি কর্মীরা।
বেলা ২.০৩: বয়ালে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালে আসতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। পরিস্থিতি রীতিমতো ঘোরালো হয়ে উঠেছে।
বেলা ২.০০: বয়ালে রীতিমতো উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে হাতাহাতিও হয়।
বেলা ১.৪০: বয়ালের একটি বুথে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বুথে তৃণমূলের কোনও এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। অবাধে ছাপ্পা ভোট চলার অভিযোগ
বেলা ১.২১: রেয়াপাড়া থেকে বয়াল, বকুলনগর , সোনাচূড়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন।
বেলা ১.১৩: রেয়াপাড়ার অস্থায়ী বাড়ি থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন করবেন বিভিন্ন এলাকা
বেলা ১.১০: রানিচকে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ। অভিযুক্ত তৃণমূল। শুভেন্দর আশ্বাস কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
বেলা ১২.৫৭: কেন্দ্রীয় বাহিনির ভূমিকা খুব একটা ভালো না। তবে সব বুথে সংযুক্ত মোর্চার বাম এজেন্ট আছেন। জানালেন নন্দীগ্রামের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি
বেলা ১২.৪১: নন্দীগ্রামের আমদাবাদ ১৫৪নং বুথ এলাকায় বোমাবাজির অভিযোগ।
বেলা ১২.২০: নন্দীগ্রামে ১০০টির বেশি বুথে টিএমসি এজেন্ট নেই বলে অভিযোগ। চিন্তিত মমতা শিবির। সিপিআইএমের মীনাক্ষী মুখার্জির এজেন্ট সব বুথে। বিজেপির শুভেন্দু অধিকারীর এজেন্ট সব বুথে। বিজেপির দাবি টিএমসি ভীত। টিএমসির দাবি তারা আক্রান্ত। সিপিআইএমের দাবি ভোটদাতাদের ভয় দেখাতে টিএমসি বিজেপি খেলা চলছে।
বেলা ১২.০৩: নন্দীগ্রামের গড়চক্রবেরিয়ায় জমায়েত হটাতে লাঠিচার্জ পুলিশের।
সকাল ১১.৪৯: নন্দীগ্রামে ৫০০ তৃণমূল কর্মী ঘরছাড়া। ভোট দিতে পারলেন না। উঠছে অভিযোগ। বিজেপির পাল্টা অভিযোগ ওই তৃণমুল নেতারা দীর্ঘ দিন ধরে এই বাকচা গ্রাম পঞ্চায়েত সন্ত্রাস চালিয়েছে তায় এলাকায় ফিরতে পারছে না।
সকাল ১১.৪২: নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ। এজেন্টকে বুথে যেতে দিতে চাইছেন না মা। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
সকাল ১১.১৩: নন্দীগ্রামে সিআরপিএফের বিরুদ্ধে প্রভাবিত করার অভিযোগ
সকাল ১০.৪৪: গতকাল দায়িত্ব নেওয়ার পরই নন্দীগ্রাম পরিদর্শনে থানার দায়িত্বপ্রাপ্ত আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠি।
সকাল ১০.২৮: বুথে ঘুরছেন মীনাক্ষী। সঙ্গে সশস্ত্র পুলিশ
সকাল ১০.০৫: নন্দীগ্রামে ভুয়ো ইলেকশন কমিশনের কার্ড সহ আটক ১। অনবরত টহল দিচ্ছে পুলিশের গাড়ি
সকাল ৯.৩৫: তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যার অভিযোগ। মৃত বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাখুয়াবাড় গ্রামে। ২৮ নং বুথের বাসিন্দা উদয়শংকর দোবে ভোটের দিন ভোর বেলা বাড়িতেই গলায় দড়ি নেই। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। বাড়িতেই দেহ রেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। তাদের দাবী যেভাবে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে তাতে ভোট দেওয়া সম্ভব নয়। আর ভোট দিতে গেলেই এই ভাবে মরতে হবে।
সকাল ৯.২০: নন্দীগ্রামা বয়াল ২-তে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। ২৪৮ নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ। খোদামবাড়িতে তৃণমূল কর্মীর পরিবারকে ঘিরে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিরুলিয়ায় তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
সকাল ৯.১৬: নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পরিবারের। তাঁকে নির্বাচনে কাজ করতে দেওয়া হবে না বলে তৃণমূলের হুমকি ছিল বলে অভিযোগ।
সকাল ৮.৫৩: ভোট দিলেন শুভেন্দু।
সকাল ৮.৪৭: “নন্দীগ্রামের সব বুথে পোলিং এজেন্ট বসিয়েছি”, বললেন মীনাক্ষী।
সকাল ৮.৪৪: ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামে। নন্দীগ্রামের ৩৫৫টি বুথের জন্য এই ২২ কোম্পানি বাহিনী। তারপরও এই হারে বুধবার রাত থেকে বোমাবাজি। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে।
সকাল ৮.৩৯: সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ। অভিযোগ, বাড়ি থেকে বেরতো পারছেন না বাসিন্দারা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
সকাল ৮.৩০: নন্দীগ্রামের সিপিএম প্রার্থী ভোট দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
সকাল ৮.১৭: নন্দীগ্রামের বয়ালে বিক্ষোভ। বিজেপির অভিযোগ ভোট দিতে যাওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতীরা আটকায় বলে অভিযোগ। তৃণমূলেক তরফে অভিযোগ। বুথে এজেন্টকে বসতে বাধা দেয় বিজেপি। যদিও প্রিসাইডিং অফিসারের মতে কাল রাত থেকে কোনও তৃণমূল কর্মী যোগাযোগ করেনি।
সকাল ৮.১৪: নন্দীগ্রামের কালিচরণপুরে রাতভর বোমাবাজি। সকাল পর্যন্ত চলে বোমাবাজি। তৃণমূল কর্মীকে পায়ে শাবল দিয়ে মারার অভিযোগ। অভিযোগের আঙুল বিজেপির দিকে।
সকাল ৮.০০: বুথ পরিদর্শনে মীনাক্ষী। নন্দীগ্রামের ভেকুটিয়া
সকাল ৭.৪০: বুথে বুথে ঘুরছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যাঁরা নির্বাচনে দায়িত্বে রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী।
সকাল ৭.৩৬: বাইকে চেপে ভোট দিতে গেলেন শুভেন্দু
সকাল ৭.৩০: কপ্টারে চলছে নজরদারি। প্রতি বুথে মোতায়েন ৪ জওয়ান। বন্ধ খেয়া পারাপার। চলছে নাকা চেকিং।
সকাল ৭.২০: তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম মানা হচ্ছে না। অভিযোগ বিজেপির
সকাল ৬.৪৭: সোনা চুড়ায় ব্যাগভর্তি বোমা সহ এক বিজেপি কর্মীকে ধরা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে আজ নির্বিঘ্নে নির্বাচন করানো কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।
সকাল ৬.১০: সকাল থেকে বাইক বাহিনীর টহল নন্দীগ্রামে
সকাল ৬.০৯: নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল। থমথমে এলাকা। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী।
দুই মেদিনীপুরের ১৮ টি, বাঁকুড়ার ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪টি বিধানসভা কেন্দ্রে আজ দ্বিতীয় দফার নির্বাচন। এর মধ্যে সবার নজরে নন্দীগ্রাম। কেননা এখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরই মন্ত্রীসভার প্রাক্তনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করে নির্বাচন হচ্ছে। এখানে নীরবে লড়ছেন সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিও এই রূজনৈতিক সন্ধিক্ষণে নন্দীগ্রামে ভোট টানবেন সেটাই প্রত্যাশিত।