হাওড়া: হাওড়ার ডুমুরজেলার সভামঞ্চে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি সভা করেছেন কোচবিহারে। এরপরেই এসেছেন হাওড়ার ডুমুরজেলায়।
16:01:45: হাওড়ায় আসা আমাকে সবসময় প্রেরণা দেয়: নরেন্দ্র মোদী।
16:03:12: বাংলায় বছরের পর বছর চলেছে কুশাসন: মোদী।
16:10:42: দিদি বলেন ‘আমরা দেখে নেব’। বিজেপি বলে আমরা ‘সেবা করব’, মঞ্চ থেকে বললেন মোদী।
16:13:07: মোদী বলেন, “দিদির এত অহংকার হয়ে গিয়েছে, যে দিদি বাংলার ভোটারদের নিজেদের সম্পত্তি মনে করছেন। দিদিই বাংলার ভোটারদের জন্য বলেছিল, যে গরু দুধ দেয়, তাঁর লাথিও খেতে হয়। আপনাদের সবার মনে আছে তো? “
16:15:55: “পাপের ধন, প্রায়শ্চিত্তে যায়, কয়লা ধুলে ময়লা যায় না”, মমতাকে স্মরণ করালেন মোদী।
16:17:32: প্রধানমন্ত্রী হিসেবে আমি সাংসদদের জন্মদিনে চিঠি পাঠাই। যখন আমি দিদি’কে বাংলায় চিঠি লিখি, তখন দিদি আমাকে গুজরাতি ভাষায় তার উত্তর দিয়েছিল, এতে আমার খুব ভালো লেগেছিল। এটাই তো ভারতের বিশিষ্টতা।
16:21:10: হাওড়া শুধু ভারতে না, সারা বিশ্বে ভারতের প্রতীক। কিন্তু দুর্নীতির জেরে হাওড়া কিছুই পায়নি : মোদী
16:22:37: ২ মে’র পর ডবল ইঞ্জিন সরকার হাওড়া সহ সারা বাংলায় কাজ করতে আসছে, বললেন নরেন্দ্র মোদী।
16:28:48: “তিন তালাকের নামে আমাদের মুসলিম মেয়েদের ওপর যে অন্যায় চলছিল, তা বন্ধ করেছে বিজেপিই” : মোদী
16:31:32: “এবার কমল ছাপ, টিএমসি সাফ। এবার ভাজপা সরকার। এবার ডবল ইঞ্জিন সরকার। ” সমর্থক কর্মীদের উদ্দেশ্যে জানালেন মোদী।
উল্লেখ্য, এর আগে কোচবিহারে রাসমেলা গ্রাউন্ডে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করেন তিনি। সেখানে তিনি বলেন, “বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে উন্নতি, বিকাশের গতি আরও দ্রুত হবে।” মমতাকে নিশানা করে মোদী বলেন, “আপনার হার নিশ্চিত।”
অন্যদিকে ২ মে’র পর বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই পিএম কিষাণ সম্মান নিধির লাভ পাবে সব কৃষকেরা। সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার টাকা জমা করা হবে বলে জানিয়েছেন মোদী।