বাম-কংগ্রেস জোটের (Left-Congress Alliance) ডাকা ধর্মঘটে (Strike) জেলায় জেলায় ট্রেন অবরোধের ঘটনা ঘটল। বাম-কংগ্রেস জোট বিভিন্ন দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহষ্পতিবার সকালে সেই ধর্মঘট পালন করতে মাঠে নেমে পড়েছেন জোটের কর্মী সমর্থকরা। বৃহষ্পতিবার সকালে সমস্ত কিছু ছিল সচল। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বেতবেড়িয়া ঘোলা ষ্টেশনে ট্রেনের ওভার হেডের তারে কলাপাতা দিয়ে দেয় ধর্মঘটকারীরা। আর এরই জেরে সকাল ৬ টা থেকে বন্ধ হয়ে যায় শিয়ালদহ ক্যানিং শাখার সমস্ত ট্রেন চলাচল। অন্যদিকে এদিন সকালে ক্যানিং হাসপাতাল মোড়ে বনধ সমর্থকেরা বনধ এর সমর্থনে ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী।হটিয়ে দেয় বনধ সমর্থকদের।যদিও রাস্তায় সাধারণ যানবাহন সচল রয়েছে তবে শিয়ালদহ ক্যানিং শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
খিদিরপুরে মিছিল বাম-কংগ্রেসের। এদিকে নিউটাউনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। রণক্ষেত্র হেলাবটতলা। ৩৪ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটীদের উপর লাঠিচার্জ পুলিশের। পালটা আক্রমণ। নামানো হয় ব়্যাফ। বারাসতের ডাকবাংলো মোড় উত্তপ্ত। দফায় দফায় মিছিল হয় বামেদের। মিছিলের মধ্যেই এসএফআই – পুলিশ ধস্তাধস্তি হয়। বারাসতেই যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে তালা ঝুলিয়ে দিল ধর্মঘটীরা। চলে বচসা। রাস্তায় বসে বিক্ষোভ ধর্মঘটীদের। গড়িয়াতেও বাস আটকে বিক্ষোভ বামেদের। বাসের হাওয়া খুলে দেওয়ার অভিযোগ। অটো থেকেও নামিয়ে দেওয়া হয় যাত্রী। বীরভূমের দুরবাজপুরে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।