বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে গত মাসে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। এবার পুরসভার চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। দল তাঁকে পরবর্তী মেয়র পদে চাইছে। তাই তিনি ইস্তফা দিয়েছেন। তার জায়গায় আসছেন নমিতা মন্ডল। গত জুলাই মাসে বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন সব্যসাচী দত্ত।
এরপর থেকে সেই পদটি ফাঁকাই রয়েছে । কাকে এই পদে নিয়ে আসা হবে তা নিয়ে তৃণমূলের মধ্যেই ছিল নানা গুঞ্জন। উঠে আসছিল বেশ কয়েকজনের নাম। দুই দিন আগে গত মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম বিধাননগর পুরসভার মেয়র হিসাবে কৃষ্ণা চক্রবর্তীর নাম জানান। আগামী ১০ তারিখ বোর্ড মিটিংয়েই সরকারিভাবে তার নাম ঘোষণা করা বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিধাননগর পুরসভার কাউন্সিলরদের নিয়ে উন্নয়ন ভবনে একটি বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠক শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, বিধাননগর পুরসভার পরবর্তী মেয়র কৃষ্ণা চক্রবর্তী।
তৃণমূলের পক্ষ থেকে তার নাম নির্বাচন করা হয়েছে। বর্তমানে তিনি পুরসভার চেয়ারপার্সন। আর তার জায়গায় চেয়ারপার্সন হচ্ছেন নমিতা মন্ডল। যদিও ডেপুটি মেয়র হিসেবে বহাল থাকছেন তাপস চ্যাটার্জীই।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অগাস্ট মেয়র হিসাবে শপথ নেবেন কৃষ্ণা চক্রবর্তী। কাউন্সিলরদের নিয়ে ফিরহাদ বৈঠক করলেও তবে এই দিনের বৈঠকে গরহাজির ছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ও কয়েকজন কাউন্সিলর। মূলত সেদিন বিধাননগর এলাকার কাজকর্ম নিয়ে বৈঠক ছিল। আগামী দিনে পুরসভা এলাকায় কি ধরনের উন্নয়নমূলক কাজ হবে তার একটি তালিকা তৈরি করা হয়। এছাড়া মেয়র ইন কাউন্সিল ও বোরো চেয়ারম্যান পদে রদবদল করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।