বজ্রবিদ্যুৎ এর শব্দে ঘুম ভাঙলো কলকাতাবাসীর। ঘুম থেকে উঠেই বাইরে তাকিয়ে দেখে, কালো মেঘ করে ধেঁয়ে আসছে ঝড় বৃষ্টি । ফের একবার ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর স্মৃতি উস্কে দিল।
পূর্বাভাস অনুযায়ী রবিবার সকালে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি । অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয় কেবল ও ব্রডব্যান্ড পরিষেবা। তবে তেমন বিদ্যুৎ বিপর্যয় ঘটেনি।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, সকালের দুর্যোগে এখনও পর্যন্ত শহরের কোথাও গাছ পড়ে রাস্তা বন্ধ হওয়ার খবর নেই। ট্রাফিক ব্যবস্থাও সচল আছে। সূত্রের খবর, এক পশলা বৃষ্টিতেই শহরের কোথাও কোথাও জল জমেছে। তবে বৃষ্টি থামতেই সেই জমা জল নামতে শুরু করেছে।
আবহাওয়া দফতরের আগেই জানিয়েছিল আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা,হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান,, পূ্র্ব-পশ্চিম মেদিনীপুরে, নদীয়া জেলায়। কলকাতাও পেতে পারে অল্পবিস্তর বৃষ্টি। সেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত কাল দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। সন্ধ্যা উত্তর কলকাতায় খানিক বৃষ্টি হয়।
প্রসঙ্গত শনিবার দুপুর থেকেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়। মুর্শিদাবাদে সন্ধ্যা থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে বলে খবর মিলেছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ঝড় বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা। ওই সময়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাহাড়ে।