সাপ্তাহিক লকডাউনের (Lockdown) দিনে হাজরা মোড়ে ড্রোন উড়িয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার রাজ্যজুড়ে পালন করা হচ্ছে সাপ্তাহিক লকডাউন । এই লকডাউনে মানুষ যেন বাড়ির বাইরে বের না হয় সেই কারণে পরিস্থিতির দিকে খতিয়ে দেখতে হাজরা মোড়ে কলকাতা পুলিশের তরফ থেকে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ড্রোনের মাধ্যমে বৃহত্তর জায়গায় একসঙ্গে পরিদর্শন করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে সাপ্তাহিক লকডাউনে হাজরা মোড়ে বেশ কিছু মানুষকে অহেতুক রাস্তায় বেরোতে দেখা গিয়েছিল । সেই কারণে এদিন সকাল থেকেই হাজরা মোড়ে পুলিশি নিরাপত্তা চলছে।
তার পাশাপাশি ড্রোন উড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চলের ওপর নজর রাখছে কলকাতা পুলিশ। মানুষ যেন বাড়ির বাইরে বের না হয় সেই কারণে প্রশাসনের তরফ থেকে বারবার করে নির্দেশ দেওয়া হচ্ছে । একমাত্র জরুরী পরিষেবা যারা আছেন তারা ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। যদি মানুষ অহেতুক বাড়ির বাইরে বের হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ ।