গোটা দেশের মতোই সম্প্রতি কলকাতা শহরে বেড়ে চলেছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা। কখনও এটিএম আবার কখনও অন্যভাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। আবার কেউ কেউ ভুয়ো ফোন কলের ফাঁদে পড়ে ব্যাঙ্কের তথ্যাদি বিশ্বাস করে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে দিয়ে সর্বশান্ত হয়েছেন। আর নিমেষেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে জমানো কষ্টার্জিত অর্থ।
এই সমস্যায় অনেকেই দিশেহারা। তাহলে উপায় ? এবার আপনার মুশকিল আসান করবে কলকাতা পুলিশ। এখন থেকে আপনি নিশ্চিন্তে থাকতেই পারেন। কারণ, ব্যাঙ্কে গচ্ছিত টাকা নিয়ে কোনও জালিয়াতি হলে আর কোনও চিন্তা নেই। এবিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে ইতিমধ্যেই অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সংক্রান্ত সাহায্যের জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার একটি হেল্প লাইন নম্বর। নম্বরটি হল ৮৫৮৫০৬৩১০৪। এখন থেকে জালিয়াতির শিকার হলেই ডায়াল করুন কলকাতা পুলিশের হেল্প লাইন নম্বরে।