বিজেপি (BJP) যুব মোর্চার বহু প্রতীক্ষিত নবান্ন অভিযান। যদিও গতকাল আচমকা বিজ্ঞপ্তি দিয়ে স্যানিটাইজেশনের কারণ দর্শিয়ে নবান্ন বৃহস্পতিবার ও শুক্রবার এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছিল যে তারা নবান্ন অভিযান করছেই। তাই সকাল থেকে চারিদিকেই উত্তেজক পরিস্থিতি। হাওড়া থেকে দুটি মিছিল যাবে নবান্নের উদ্দেশ্যে। গোটা হাওড়া চত্বরকে তাই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
এদিকে বুধবার রাত থেকেই দলে দলে বিভিন্ন জেলা থেকে বিজেপি সমর্থকরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দূরপাল্লার ট্রেন ধরে অনেকেই উত্তরবঙ্গ থেকে হাওড়ায় চলে এসেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তৎপরতা জারি রয়েছে। অন্যদিকে তাদের আটকাতে পুলিশ যথাযথ প্রস্তুতিও নিচ্ছে বলে দেখা যাচ্ছে।
হাওড়ার পাঁচটি পয়েন্টে আজকে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সেগুলি হল হাওড়া ময়দান, কাজীপাড়া, সাঁতরাগাছি, মল্লিক ফটক ফোরশোর রোড। ইতিমধ্যে সেখানে র্যাফ, কমব্যাট ফোর্স এবং বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তৈরি রাখা হয়েছে জলকামান। এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে কোন রকম যানচলাচল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে! হেস্টিংস এর দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু থেকে ওঠার রাস্তাতে ব্যারিকেড রাখা হয়েছে। পুলিশ ট্রেনিং স্কুলের সামনে জলকামান রাখা রয়েছে।
যারা সাঁতরাগাছির দিক থেকে আসবেন তাদের জন্য বাঁশ ও অ্যালুমিনিয়াম দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। বেলা গড়াতেই পজিশন নিচ্ছে সকলে।