আপাতত টোকেন নয়, স্মার্ট কার্ড থাকলে তবেই চড়া যাবে মেট্রোয়

আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro Railway) পরিষেবা। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করে এবিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আর সেই নির্দেশ পাওয়ামাত্রই তৎপরতা শুরু হয়ে গিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের মধ্যে। জানা গিয়েছে, টোকেন ব্যবস্থা নয়, আপাতত স্মার্ট কার্ডে যাত্রীরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এ প্রসঙ্গে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এখন আমরা টেকেন ব্যবস্থা বন্ধ রাখছি। কেবলমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারী যাত্রীদের মেট্রো যাতায়াতের সুবিধা দেওয়া হবে।” উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা মেট্রো রেলওয়ে। কিন্তু, আনলক-৪ (Unlock-4) পর্বে মেট্রো রেলওয়ে চলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মেট্রো চলাচলের ছাড়পত্র পেল এখনই তা একেবারে আগের মত উন্মুক্ত করতে নারাজ কর্তৃপক্ষ। তাঁদের ব্যাখ্যায়, এখনই আগের মত যাত্রীদের মেট্রো পরিষেবা দিতে গেলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই টোকেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ‌ কারণ, টোকেনের জন্য লম্বা লাইন ও ভিড় হতে পারে মেট্রো স্টেশনগুলিতে। এখনই তেমন ভিড় চাইছে না মেট্রো কর্তৃপক্ষ। আপাতত স্মার্ট কার্ড ব্যবহারকারীদের মেট্রো উঠতে দেওয়া হবে। স্মার্ট কার্ড ডাউনলোডের জন্য একটি অ্যাপের বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “গুগল প্লে স্টোর থেকে কলকাতা মেট্রোর একটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ। সেখানে গিয়ে স্মার্টকার্ড ডাউনলোড কিংবা রিচার্জ করতে পারবেন। করোনা কালে লাইনে দাঁড়িয়ে টোকেন পাওয়ার জন্য আম জনতার মধ্যে যুদ্ধ এড়োতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এখন কত সংখ্যক মেট্রো চলবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি কলকাতা মেট্রো রেলওয়ে। সামাজিক দূরত্বের সঙ্গে আরও কি কি বিধি যাত্রীদের মেনে মেট্রো যাত্রা করতে হবে তাও জানানো হয়নি। মনে করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমনের আবহে দ্রুতই এ বিষয়ে গাইডলাইন জারি করবে কলকাতা মেট্রো। তারপরেই মহানগরীর মেট্রো পথচলা শুরু করবে নতুন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.