প্রসিদ্ধ কৃষ্ণা তাঁর প্রথম ওভারে ১৬ রান দিলেন৷ তাঁকে দু’টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান সূর্যকুমার৷
পাওয়ার প্লে পর হাত খুললেন মুম্বই ব্যাটসম্যানরা৷ আক্রমণাত্মক ব্যাটিং সুর্যকুমারের৷
পাওয়ার প্লে শেষে (৬ ওভার) মুম্বই ইন্ডিয়ান্স ৪২/১৷ রোহিত ১৬ ও সূর্যকুমার ২২ ৷
পাওয়ার প্লে-র শেষ ওভারে বোলিং পরিবর্তন৷ প্যাট কামিন্সকে আক্রমণে আনলেন মর্গ্যান৷ প্রথম ওভারে মাত্র পাঁচ রান দিলেন তিনি৷
পাঁচ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩৭/১
ফের বোলিংয়ে পরিবর্তন নাইটদের৷ আক্রমণে আনলেন শাকিবকে৷
তৃতীয় ওভারে শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২৪/১৷ ক্রিজে এসেই ভাজ্জিকে তিনটি বাউন্ডারি হাঁকালেন সূর্যকুমার৷
রোহিতের সঙ্গে ক্রিজে সূর্যকুমার যাদব৷
ডি’কক আউট, মুম্বই ইন্ডিয়ান্স ১০/১৷ মাত্র ২ রানে ডাগ-আউটে ফিরলেন তিনি৷
অন্য প্রান্ত খেকেও স্পিন দিয়ে শুরু করলেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ ভাজ্জির পর বরুণ চক্রবর্তী৷
প্রথম ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩/০৷ প্রথম ওভারে মাত্র তিন রান দিলেন ভাজ্জি৷ প্রথম ম্যাচে এক ওভারের বেশি বল পাননি টার্বুনেটর৷
ক্রিজে মু্ম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক৷ নাইটদের হয়ে বোলিং ওপেন করছেন হরভজন সিং৷
মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং কলকাতা নাইট রাইডার্সের৷ দলে কোনও পরিবর্তন নেই নাইটদের৷ প্রথম ম্যাচের দলই ধরে রেখেছে কেকেআর৷ অন্য দিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিস লিনকে বসিয়েছে৷ লিনের পরিবর্তে দলে এসেছেন কুইন্টন ডি’কক৷
সুপার সানডে সানরাইজার্স হায়দারাদকে হারিয়ে আইপিএল ২০২১ শুরু করেছে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স৷ তবে উদ্বোধনী ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা বরাবরের মতো ভালো হয়নি৷ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে রোহিত অ্যান্ড কোং৷ সেই সঙ্গে প্রথম ম্যাচে টানা ৯বার হেরে আইপিএল শুরু করেছে মুম্বই৷
কলকাতা নাইট রাইডার্স একাদশ: নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা, হরভজন সিং ও বরুণ চক্রবর্তী৷
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কো জ্যানসেন, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ