মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতাই, প্রকাশ এনসিআরবি-র রিপোর্টে

দেশের মধ্যে মেয়েদের নিরাপত্তা যখন চরম সংকটে ঠিক সেই সময়ই ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো দেশ মহিলাদের জন্য সব থেকে নিরাপদ শহরের নাম প্রকাশ করল।এনসিআরবি-র (NCRB) রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ শহর হল কলকাতা (Kolkata)। ২০১৯-এর রিপোর্ট অনুযায়ী কলকাতায় মোট ১৪টি যৌন হেনস্থার মামলা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে একটি ঘটনাতেও ধর্ষণ করবার চেষ্টা করা হয়েছে এমন তথ্য কিন্তু উঠে আসেনি। এছাড়া তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও বিহারের পাটনা এই দুটি শহরে যৌন হেনস্থা সংক্রান্ত নথিভুক্ত মামলার সংখ্যা খুবই কম। এই ধরনের একটি মামলা নথিভুক্ত আছে কোয়েম্বাটুরে। পাটনাতে যখন এই নথিভুক্ত মামলার সংখ্যাটা ১২তে এসে দাঁড়াচ্ছে ঠিক সেই সময়ই কোয়েম্বাটুর এবং কলকাতাতে এই সংখ্যাটা শূন্যে এসে দাঁড়াচ্ছে।

এরমধ্যে উল্লেখযোগ্য ভাবে ২০১৯ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৫৯ টি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে। রাজধানী দিল্লি এক্ষেত্রে সবথেকে শীর্ষে অবস্থান করছে, এখানে মোট নথিভুক্ত মামলার সংখ্যা ১,২৩১টি। এদিকে রাজস্থানের জয়পুর এই তালিকা দ্বিতীয়ে অবস্থান করছে, এখানে সর্বমোট ৫১৭টি যৌন হামলার মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও জয়পুরের মোট ১৫টি যৌন হেনস্থার মামলা নথিভুক্ত করা হয়েছে। এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী মুম্বাইতে এ বিষয়ে সর্বমোট ৩৯৪ টি যৌন হামলার এবং ৩টি যৌন হেনস্থারদেশের মধ্যে মেয়েদের নিরাপত্তা যখন চরম সংকটে ঠিক সেই সময়ই ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বিউরো দেশ মহিলাদের জন্য সব থেকে নিরাপদ শহরের নাম প্রকাশ করল।এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ শহর হল কলকাতা। ২০১৯-এর রিপোর্ট অনুযায়ী কলকাতায় মোট ১৪টি যৌন হেনস্থার মামলা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে একটি ঘটনাতেও ধর্ষণ করবার চেষ্টা করা হয়েছে এমন তথ্য কিন্তু উঠে আসেনি। এছাড়া তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও বিহারের পাটনা এই দুটি শহরে যৌন হেনস্থা সংক্রান্ত নথিভুক্ত মামলার সংখ্যা খুবই কম। এই ধরনের একটি মামলা নথিভুক্ত আছে কোয়েম্বাটুরে। পাটনাতে যখন এই নথিভুক্ত মামলার সংখ্যাটা ১২তে এসে দাঁড়াচ্ছে ঠিক সেই সময়ই কোয়েম্বাটুর এবং কলকাতাতে এই সংখ্যাটা শূন্যে এসে দাঁড়াচ্ছে।

এরমধ্যে উল্লেখযোগ্য ভাবে ২০১৯ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৫৯ টি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে। রাজধানী দিল্লি এক্ষেত্রে সবথেকে শীর্ষে অবস্থান করছে, এখানে মোট নথিভুক্ত মামলার সংখ্যা ১,২৩১টি। এদিকে রাজস্থানের জয়পুর এই তালিকা দ্বিতীয়ে অবস্থান করছে, এখানে সর্বমোট ৫১৭টি যৌন হামলার মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও জয়পুরের মোট ১৫টি যৌন হেনস্থার মামলা নথিভুক্ত করা হয়েছে। এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী মুম্বাইতে এ বিষয়ে সর্বমোট ৩৯৪ টি যৌন হামলার এবং ৩টি যৌন হেনস্থার মামলা নথিভুক্ত করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.