•মরশুমের শীতলতম দিন আজ, রবিবার। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় এর আগে কনকনে ঠান্ডার স্পেলে তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির নিচে। ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার কলকাতার পারদ নেমে গেল আরও নিচে।
•রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। বর্ষ শেষে কনকনে ঠান্ডার স্পেল আরও একবার। দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে থাকবে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা এমনই পরিস্থিতি থাকবে জানালো আবহাওয়া দফতর।
•কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা আরও নিচে নেমে স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। গতকাল, শনিবার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৯ শতাংশ। সকালে সামান্য কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ হয়ে যায়।
•দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খন্ড, বিহার লাগোয়া জেলাগুলিতে রাতের তাপমাত্রা কম থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গ হয় ও দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে।
•পশ্চিমী ঝঞ্ঝা সরতেই চরম শৈত্যপ্রবাহে কাঁপবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি। ঝঞ্ঝার প্রভাবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরপুর, হিমাচল প্রদেশ ,উত্তরাখণ্ডেও বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা সবথেকে বেশি জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরপুরে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
•মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ চলবে উত্তর-পশ্চিম ভারতে। চরম শৈত্যপ্রবাহের সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। শৈত্যপ্রবাহে কাঁপবে রাজস্থান ও পশ্চিম উত্তরপ্রদেশও। শৈত্য প্রবাহ হবে সৌরাষ্ট্র ,কচ্ছ এবং মধ্যপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি হবে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ , পাঞ্জাব , হরিয়ানা,চণ্ডীগড় , দিল্লি এবং পশ্চিম মধ্য প্রদেশে। সোম ও মঙ্গলবারে এই পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোল্ড-ডে পরিস্থিতি থাকবে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর রাজস্থানে।
•ঘন কুয়াশার সর্তকতা রয়েছে আগামী দুদিন। কুয়াশা হবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, তেলেঙ্গানা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
•ঘূর্ণাবর্ত রয়েছে আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে।ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সোম ও মঙ্গলবার বৃষ্টি হবে তামিলনাডু, পুদুচেরি, করাইকাল এলাকায়৷ (Reporter-Biswajit Saha)