রাজ্য সরকারের তরফে যে নিরাপত্তা পেতেন একদা পরাবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলবদলের পর থেকে তা ক্রমেই কমিয়ে দেওয়া হয়। নিজের প্রাপ্য নিরাপত্তার দাবি নিয়ে তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। আদালত তাঁর পক্ষেই রায় দিল।
এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর প্রাপ্য নিরাপত্তা দিতে বাধ্য। অবিলম্বে তা নিশ্চিত করতে হবে। ২০০৭ সালের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে উচ্চ আদালত।
কী মামলা?
২০০৭ সালে শুভেন্দু অধিকারী যখন সদ্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তখনও সরকারের গদিতে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। সেসময় একাধিকবার খুনের হুমকি দেওয়া হয় শুভেন্দুকে। নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আবেদন মঞ্জুরও হয়েছিল। তারপর এতদিন সব ঠিকঠাক চলছিল।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতির মোড় ঘুরে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় ইনিংস শুরুর আগেই দল ছেড়েছেন শুভেন্দু। এখন তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতাও বটে। নন্দীগ্রাম থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে জিতেছেন শুভেন্দু। দলবদলের পর থেকেই রাজ্য সরকারের নিরাপত্তা হারান তিনি।
যদিও কেন্দ্রের তরফে পাল্টা জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় শুভেন্দুকে। তবু রাজ্যের নিরাপত্তা দাবি করে ফের আদালতে গিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সোমবার সেই পরিপ্রেক্ষিতেই আদালত জানিয়েছে রাজ্যের নিরাপত্তা শুভেন্দুর প্রাপ্য। জেলা প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।