বহুদিন পর কলকাতায় একদিনে মৃতের সংখ্যা কমে হল ৫ জন৷ তবে নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়েছেন৷ বেড়েছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, শহরে একদিনে মাত্র ৫ জনের মৃত্যু হয়েছে৷ বুধবারও এই সংখ্যাটা ছিল ১৭ জনে৷ অর্থাৎ মৃতের তালিকায় একদিনে কমল ১২ জন৷ তবে সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৪৩৩ জনের৷
কলকাতায় একদিনে আক্রান্ত ৪৮১ জন৷ বুধবার ছিল ৫৫৪ জন৷ সব মিলিয়ে ৪৪ হাজার ৯৫৭ জন আক্রান্ত৷ তবে নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷
শহরে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৬১ জন৷ বুধবার ছিল ৫২১ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪২৬ জন৷ এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ৯৮ জন৷ বুধবারের তুলনায় ১৫ জন বেশি৷
এদিনের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ৪১ জনের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবারও এই সংখ্যাটা ছিল ৫৭ জনে৷ সোমাবার ছিল ৫৮ জন৷ আর রাজ্যে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৭১ জন৷
যে ৪১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার মাত্র ৫ জন৷ উত্তর ২৪ পরগনার ১০ জন৷ হাওড়া ১০ জন৷ হুগলি ২ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ৪ জন৷ বীরভূম ১ জন৷ মালদা ২ জন৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷ কোচবিহার ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,১১২ জন৷ মঙ্গলবার ছিল ৩,০৯১ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ১৭৫ জন৷ এদিন অবশ্য নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,০৩৫ জন৷ মঙ্গলবার ছিল ২,৯৯৬ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট
১ লক্ষ ৬৬ হাজার ২৭ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯৫ শতাংশ৷ মঙ্গলবার ছিল ৮৫.৬০ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷
রাজ্যে ফের বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৭৭ জন৷ মঙ্গলবারের তুলনায় ৩৬ জন বেশি৷