লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ অ্যাক্টিভ আক্রান্ত ছাড়াল ৭ হাজার৷ উৎসবের আগেই যদি শহরের পরিস্থিতি এই হয়,তাহলে উৎসবের পর কী হবে, তা ভেবে উদ্বেগ বাড়ছে শহরবাসীর৷ শুধু কলকাতা কেন,উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃতের নিরিখে উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গেল কলকাতা৷ গত ২৪ ঘণ্টায় শহরে মৃত্যু হয়েছে ১৭ জনের৷ আর উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ১৪ জন৷ বাকি জেলায় সংখ্যাটা ১০ এর নিচে৷
এই পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১,৯৪৩ জনের৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যাটা বেড়ে ১,৩২৩ জন৷ দুই জেলা মিলে মোট মৃতের সংখ্যা ৩,২৬৬ জন৷ বাকি ২১ জেলায় ২,৬০৪ জন৷ ফলে বাংলায় মোট মৃত্যু হয়েছে ৫,৮৭০ জনের৷
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন৷ আর উত্তর ২৪ পরগনায় ৭৬৩ জন৷ ফলে কলকাতায় মোট আক্রান্ত ৬৭,৪৬৬ জন৷ উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬২,৩৯২ জন৷
শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে এখন ৭,১০৬ জন৷ পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও৷ এই জেলায় ৬,৮০৯ জন৷ একদিনে বেড়েছে যথাক্রমে ২৩৩ ও ১৯৩ জন৷
তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৮ হাজার ৪১৭ জন৷ আর উত্তর ২৪ পরগনায় একদিনে ৫৫৬ জন৷ মোট ৫৪ হাজার ২৬০ জন৷
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ নিয়ে৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও দুই মেদিনীপুর৷
এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২১,৫৩২), হুগলি (১৫,২৬৫), দক্ষিণ ২৪ পরগনায়(২০,৬১৬ ),পূর্ব মেদিনীপুর ( ১২,৭৮০) ও পশ্চিম মেদিনীপুর ১১,৬০৬ জন৷
একদিনে যে ৬২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৭ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়ার ৬ জন৷ হুগলি ৪ জন৷ পশ্চিম বর্ধমান ৩ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ২ জন৷ মালদা ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷