রাজ্যে কভিড ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে ১৬ জানুয়ারি থেকে। রাজ্যে প্রথম পর্যায়ে যে পরিমাণ ভ্যাক্সিন এসেছে তার সিংহভাগ বরাদ্দ করা হয়েছে রাজ্যের রাজধানীর জন্য। ৯৩৫০০ টি ভ্যাকসিন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে তিলোত্তমা। এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, ৪৭০০০ এবং তারপর মুর্শিদাবাদ ৩৭৫০০।
১২ জানুয়ারি পর্যন্ত কো-উইন পোর্টালে পাওয়া তথ্য অনুসারে জেলা ভিত্তিক বরাদ্দ করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। প্রথমে স্বাস্থ্য কর্মী ও সেনাবাহিনীর কর্মীদের ভ্যাক্সিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য দফতর থেকে।