রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রকাশ্যে এলো গুরুতর অভিযোগ। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, উক্ত বিশ্ববিদ্যালয়ে এক আদিবাসী দম্পতিকে জাত তুলে ‘অপমান’ করা হয়েছে এবং মারধোরও করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে।
অভিযোগকারী দম্পতির নাম যথাক্রমে মানিক হেমব্রম এবং তাঁর স্ত্রী শকুন্তলা হেমব্রম। এই দম্পতির অভিযোগ, তাঁদেরও সহকর্মী তাঁদেরকে ‘জাত তুলে’ হেনস্থা করেছেন। এই দম্পতি ইতিমধ্যে এই বিষয়ে সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগে স্থায়ী শিক্ষা কর্মী রাজকুমার ঝা ও অস্থায়ী শিক্ষাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত, গত ৯ই নভেম্বর ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ প্রকাশ্য আসার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী কড়া পদক্ষেপ নেন বলে খবর। তিনি অভিযুক্তদের বরখাস্ত করেছেন বলে জানা গেছে। দম্পতির অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্তরা তাঁদেরকে ‘সাঁওতাল’, ‘মাওবাদী’, ‘নিচু জাত’ প্রভৃতি বলে মারধোর করেছিল।