পার্টি অফিস ভাঙা নিয়ে গেরুয়া শিবিরের হিডকো ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার নিউটাউনে। পুলিশ এবং বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে বৃহপস্পতিবার বেশ কিছুক্ষণ বন্ধ রইল ব্যস্ত বিশ্ববাংলা সরণি।
কী অভিযোগ বিজেপি-র?
রাজ্য বিজেপি-র অন্যতম নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “বিনা নোটিসে নিউটাউনের যাত্রাগাছিতে বিজেপি-র একটি পার্টি অফিস ভেঙে দিয়েছে পুলিশ। রাতের অন্ধকারে। হিডকোর নির্দেশেই এই কাজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু পাশেই তৃণমূলের পার্টি অফিস আছে। সেটা যেমন ছিল তেমনই রয়েছে।”
বিজেপি-র বক্তব্য, তাদের পার্টি অফিস যদি সরকারি জায়গায় হওয়াটা অপরাধের হয় তাহলে তৃণমূলের পার্টি থাকে কী করে? জানা গিয়েছে, গত সপ্তাহে এই পার্টি অফিস ভাঙার ঘটনা ঘটেছিল। তারপর বিজেপি সাত দিন সময় দিয়েছিল। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, সাত দিনের মধ্যে তৃণমূলের পার্টি অফিস ভাঙতে হবে। কিন্তু তা না হওয়ায় এ দিন হিডকো ঘেরাও-এর ডাক দেয় বিজেপি।
বিশাল মিছিল এগিয়ে যেতে থাকে হিডকোর দিকে। ভবনের অনেকটা আগেই বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারের সামনে ব্যারিকেড দিয়ে বিজেপি-র মিছিল আটকে দেয় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্যত ধুন্ধুমার বেঁধে যায়। বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলার পর সভা করে কর্মসূচি শেষ করেন বিজেপি নেতারা। তবে জানিয়েছেন, আরও সাত দিন সময় দেওয়া হল। তার মধ্যে তৃণমূলের পার্টি অফিস না ভাঙলে আরও বড় আন্দোলন হবে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চাননি। এক নেতার কথায়, “পুরোটাই প্রশাসনের ব্যাপার। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”