লক ডাউন না মানায় কর্ণাটকের বেলগামে নামাজে জমায়েত হওয়া লোকদের পেটালো পুলিস

করোনা ভাইরাস (Corona virus) ছড়িয়ে পড়া রুখতে সারা দেশেই লক ডাউন ঘোষণা করা হয়েছে। বিশেষভাবে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, কোনো কোনো জায়গায় মানুষ মানছে না সেই নিষেধাজ্ঞা। ফলত কড়া হতে হচ্ছে পুলিসকে। সেইরকম ছবিই দেখা গেল কর্ণাটকের (Karnataka) বেলগামে (Belgram)। নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল মুসলিম মসজিদে জমায়েত হলেন, নামাজ পড়লেন। কিন্তু পুলিসের কথা না মানায় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হলো পুলিসকে। সংবাদসংস্থা ANI তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে সেই ঘটনার। তাতে পুলিসকে নামাজে আসা মুসলমানরা মসজিদের বাইরে বের হওয়ার পরই লাঠি দিয়ে পেটাতে দেখা গিয়েছে। পুলিসের লাঠি খেয়ে যে যেদিকে পেরেছে, ছুটে পালিয়ে যেতে দেখা গিয়েছে।

এখনও পর্যন্ত দেশে করোনা ভাইরাসের (Corona virus) আক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রামিত লোকের সংখ্যা ৬৪৯ জন। তাঁর মধ্যেও লক ডাউন মানছে না এক শ্রেণীর মানুষ। প্রধানমন্ত্রী তাঁর ঘোষণায় বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে সমস্ত ধর্মীয় স্থান বন্ধ থাকবে। কিন্তু সে নির্দেশ মুসলিমরা দেশের বিভিন্ন প্রান্তে মানছেন না। গতকাল উত্তর প্রদেশের মইনপুরিতে নামাজে জড়ো হওয়া জনতাকে পুলিস বাধা দিলে, পুলিসকে মারধর করে মুসলিম জনতা। এছাড়াও, দেশের বহু মুসলিম প্রধান এলাকায় মানা হচ্ছে না লক ডাউন। ফলেই করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.