দিন দুয়েক আগে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার খানিকটা সুস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি এদিনই হাসপাতালে তাঁকে দেখতে গেলেন পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। বাংলার রাজনীতিতে বিরোধী দল হলেও, অসুস্থ থাকাকালীন পরস্পরকে দেখতে যাওয়াটাই রেওয়াজ। সেই রীতি মেনে নিয়ে দিন কৈলাস-মুকুল দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
সেখান থেকে ফিরে টুইট করে কৈলাস বিজয়বর্গীয় লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি আছেন। ওঁকে দেখতে গেছিলাম। উনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত কাজ করেছেন উনি।” নিজের টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।
এদিন চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর। রক্ত দেওয়ার পরে বেড়েছে হিমোগ্লোবিনের মাত্রা।
মাঝে মাঝে বাইপ্যাপ দিতে হলেও, তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট আপাতত ইতিবাচক। খাওয়া-দাওয়া করছেন স্বাভাবিক নিয়ম মেনেই। তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে কথা জানাননি চিকিৎসকরা।