জয়ী হলেই মন্ত্রী হবে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। একথা জানালেন,বিজেপি রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী। বৃহস্পতিবার পুরুলিয়ায় এক নির্বাচনী সভায় একথা বলেন তিনি।
রাজ্য বিজেপির এই দাবি পুরণ করতে ভোট প্রচারে উঠে পড়ে লেগেছে পুরুলিয়া জেলা বিজেপি। প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিজয়বর্গীয়দের কাছে পুরুলিয়া নিশ্চিত জয়ের তালিকায় রয়েছে। পঞ্চায়েত ভোটের ফলাফল সেই তালিকায় জায়গা পেতে সুবিধে করে দিয়েছে বিজেপিকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পুরুলিয়ায় জনসমর্থনের ঢেউ গিয়ে গিয়ে পৌঁছেছে আগেই। গুরুত্ব দিয়ে পঞ্চায়েত ভোটের আগে সভা করে গিয়েছেন। সভা মঞ্চেই তিনি পুরুলিয়ার গুরুত্ব বুঝিয়েছেন বক্তব্যের মাধ্যমে।
স্বাভাবিক ভাবেই বিজেপির এখন পাখির চোখ পুরুলিয়া। আর এর মধ্যেই পুরুলিয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে শেষে কেন্দ্রের ভাবনার বহির্প্রকাশ করেছে রাজ্য নেতৃত্ব। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রচারে এসে জনচ্ছ্বাসের আবেগে ভেসে এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন বিজেপি রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী। তিনি বলেন, ‘পুরুলিয়ার বিপুল জনসমর্থনের জন্য উপহার দেবে বিজেপি সরকার। বিপুল ভোটে জয়ী হওয়ায় প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রী পাবে পুরুলিয়াবাসী। জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রী মন্ত্রী হবেন।’
বৃহষ্পতিবার, বেলার দিকে পুরুলিয়া-১ ব্লকের লাগদা গ্রামে দলীয় প্রার্থী তথা পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে ভোট প্রচারে ছিলেন এই রাজ্য নেতা। তাঁর সঙ্গে ছিলেন জেলা সম্পাদক বিনোদ তেওয়াড়ি, মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।