দ্বিতীয় দফার ভোটের আগে ধনেখালিতে প্রচারে এসে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। ‘‘বাংলা জুড়ে ভয়ের পরিবেশ বানিয়েছে তৃণমূল। তৃণমূলের গুন্ডারা গণতন্ত্রের কণ্ঠ রোধের চেষ্টা করছে। এই ভোটই আসল পরিবর্তনের সংকল্প নেওয়ার ভোট। এই নির্বাচন সোনার বাংলা বানানোর নির্বাচন।’’ ধনেখালির সভায় এমনই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে প্রচার তুঙ্গে। বুধবার হুগলির ধনেখালিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রকাশ্য জনসভায় এদিন রাজ্যের শাসকদলের পাশাপাশি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন জেপি নাড্ডা। নির্বাচনে দলের প্রার্থীদের সমর্থন করার আবেদন জানানোর পাশাপাশি এদিন নাড্ডা বলেন, ‘‘এটা বাংলায় পরিবর্তনের সংকল্প নেওয়ার নির্বাচন। কৃষকদের সমৃদ্ধ করার ভোট এটা। এই নির্বাচন যুবকদের আশা-আকাঙ্খা পূরণ করার ভোট। বাংলাকে সোনার বাংলা বানানোর নির্বাচন হচ্ছে।’’
রাজ্যে প্রথম দফায় ৮৯ শতাংশ ভোট পড়েছে। এদিনের সভায় সেই বিষয়টির উল্লেখ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডা এদিন বলেন, ‘‘প্রথম দফায় শান্তিতে ভোট হয়েছে। প্রথম দফায় ৮৯ শতাংশ ভোট পড়েছে। এটাই উদ্বেগে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।’’ তৃণমূলনেত্রীকে নিশানা করে এদিন নাড্ডা আরও বলেন, ‘‘বাংলায় ভয়ের বাতাবরণ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গুন্ডারা গণতন্ত্রের কণ্ঠ রোধের চেষ্টা করছে।’’
নন্দীগ্রামে আগামিকাল বিধানসভা নির্বাচন। হাইভোল্টেজ এই নির্বাচন ঘিরে সরগরম গোটা নন্দীগ্রাম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রামকে। নন্দীগ্রামে ঢোকার মুকে চলছে নাকা-চেকিং। অশান্তি এডাতে হেলিকপ্টারেও চলছে নজরদারি। দ্বিতীয় দফার ভোটের আগের দিন ধনেখালির সভা-মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এদিন নাড্ডা বলেন, ‘‘ভবানীপুর ছেড়ে মমতা এসেছেন নন্দীগ্রামে। শুভেন্দু তো ভবানীপুরে লড়তে যাননি। নন্দীগ্রামে দিদিকে চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারবেন। এবার আসল পরিবর্তন হবে। পরিবর্তনের জোয়ার দেখা যাচ্ছে বাংলায়।।’’ তৃণমূলের আমলে গত ১০ বছরে বাংলা শিক্ষা, শিল্প, স্বাস্থ্য সবেতে পিছিয়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।