আগামিকালই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফায় রাজ্যের চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে। তার আগে আজ ফের রাজ্যে জেপি নাড্ডা ও স্মৃতি ইরানি। হুগলিতে রোড শো, জনসভার পাশাপাশি হাওড়ার শিবপুরে দলের সাংগঠনিক সভা করবেন নাড্ডা। বেলুড় মঠেও যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডার পাশাপাশি আজ রাজ্যে চারটি জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোতেও যোগ দেবেন স্মৃতি।
একুশের ভোট প্রেস্টিজ ফাইট। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। একুশের ভোটকে পাখির চোখ করে গত কয়েকমাস ধরে ঘুঁটি সাজাতে শুরু করেছিলেন মোদী-শাহ-নাড্ডারা। ইতিমধ্যেই রাজ্যে প্রথম পর্বের নির্বাচন হয়ে গিয়েছে। প্রথম পর্বে রাজ্যের ৩০ আসনে ভোটগ্রহণ হয়েছে। আগামিকাল রাজ্যে দ্বিতীয় দফায় ফের ৩০ আসনে ভোটগ্রহণ হবে।
প্রথম পর্বের ভোট মিটতেই এরাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় জানান, নির্বাচন নিয়ে তাঁরা সন্তুষ্ট। বাংলায় প্রথম দফার ভোটে ৩০ আসনের মধ্যে ২৬টিতেই জয় পাবেন বিজেপি প্রার্থীরা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। যা নিয়ে পরে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের আগেই কীভাবে আসন জেতা নিয়ে অমিত শাহ এই দাবি করছেন বা এর পিছনে ইভিএম কারসাজি হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।
রাজ্যে আগামীকাল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আদে আজ ভোটের প্রচারে রাজ্যে আসছেন জেপি নাড্ডা ও স্মৃতি ইরানি। বিজেপি সূত্রে জানা গিয়েচে, রাজ্যে এসে আজ মোট চারটি জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়ায় শ্যামপুরে প্রকাশ্য জনসভা করবেন তিনি। বাগনানেও দলের সভায় প্রধান বক্তা স্মৃতি ইরানি। এদিনই দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও হুগলির তারকেশ্বরেও দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন স্মৃতি।
স্মৃতি ইরানির পাশাপাশি আজ রাজ্যে প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ প্রথমে রাজ্যে এসে হুগলির ধনেখালিতে দলের প্রার্থীর সমর্থনে সবা করবেন নাড্ডা। পুরশুড়ায় রোড শোতেও যোগ দেবেন তিনি। পরে বেলুড় মঠে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটানোর কথা রয়েছে তাঁর। হাওড়ার শিবপুরে দলের সাংগঠনিক সভায় হাজির থাকবেন নাড্ডা। ভোটের আগে কর্মীদের শেষ মুহূর্তের ভোকাল টনিক দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।