তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরি ও লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই এবার তৃণমুক কর্মী-সমর্থদকের একাংশ তাঁকে মারধোর করেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহে বুধবারে মালদা জেলার তুলসিহাটা এলাকায়। স্থানীয়দের দাবি, ঘটনার দিনে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বরুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামের বাসিন্দা তথা অভিযুক্ত মশিউর রহমান মুখে মাস্ক পরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবেশ করছিলেন। ঠিক সেই সময়েই স্থানীয় বাসিন্দারা তাঁকে ছেঁকে ধরেন ও ক্লাবের ধরে দরজা বন্ধ করে মারধোর করেন।
মশিউর রহমানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি চাকরির দেওয়ার নাম করে ও লোন পাশ করিয়ে দেওয়ার নাম করে বহু টাকা আত্মসাৎ করেছেন। যারা টাকা দিয়েছিলেন, তাঁদের মধ্যে বেশ কিছুজন তৃণমূল কর্মী-সমর্থক ছিলেন বলে দাবি। অভিযোগকারীদের দাবি, তাঁদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায়, টাকা ফেরত দেওয়ার দাবি করলে মশিউর রহমান যোগাযোগ করতে বিরত থাকতেন। কল রিসিভও করতেন না বলে দাবি। এরপরেই ক্ষোভে ফেটে পড়া অভিযোগকারীদের সাম্প্রতিক প্রতিক্রিয়া।