ভারতের জেএমবি প্রধানকে গ্রেফতার করল এসটিএফ

জেএমবি নেতা কওসর ঘনিষ্ঠ ইজাজ আহমেদ (৩০)কে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ৷ সোমবার গয়া থেকে তাকে গ্রেফতার করা হয়৷ ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে৷

২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ছিল জেএমবি নেতা কওসর৷ এসটিএফ তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে ইজাজ আহমেদের কথা জানতে পারে৷ তারপর থেকে তার খোঁজ চলছিল৷ অবশেষে সোমবার সকালে বিহারের বুনিয়াদপুরে পাছানটোলি গ্রাম থেকে ইজাজকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)৷ এসটিএফকে সাহায্য করেছে আইবি ও গয়া পুলিশ৷

কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইজাজ আসলে বীরভূমের বাসিন্দা৷

জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের এই নেতা আমির নামেও পরিচিত ছিল৷ কওসরকে গ্রেফতার করার পর ইজাজ আহমেদ ওরফে আমিরকে জেএমবির শীর্ষস্থানীয় নেতা করা হয়৷ তারপর থেকে ভারতে জামাত জঙ্গিদের প্রধান নিয়োগকর্তা হিসেবে কাজ করছিল এই নেতা৷ তার সঙ্গে ভারতে আইএস জঙ্গি সংগঠনের দায়িত্বে থাকা সালাউদ্দিন সালেহাঁ ও জেএমবি জঙ্গি কওসরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

প্রসঙ্গত, বর্ধমান শহরের উপকণ্ঠে খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ হয় ২০১৪ সালের ২ অক্টোবর৷ প্রাথমিকভাবে এটি সাধারণ কোনও দুর্ঘটনা বলেই মনে করা হয়৷ পরে উঠে আসে জেএমবি পরিচালিত বিশাল জঙ্গি চক্রের কথা৷ ২০১৪-র এই ঘটনায় এনআইএ-র ফাইল করা চার্জশিটে অভিযুক্ত কওসরকে ‘২৪ নম্বর’ এবং ‘জেএমবি-র শীর্ষ নেতা’ বলে উল্লেখ করা হয়৷ এবার তারই ঘনিষ্ঠ ইজাজ আহমেদকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.