চাপের নাম বাপ ! আসানসোলের মেয়র (Mayor Asansol ) জিতেন তিওয়ারির বিস্ফোরক চিঠি প্রকাশ্যে আসতেই বেজায় চাপে পড়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই চিঠি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সোমবার সন্ধ্যায় ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “স্মার্ট সিটি হিসেবে আসানসোলের নাম নেই। চারটি শহরের নাম রয়েছে স্মার্ট সিটি হিসেবে। নিউটাউন, বিধাননগর, হলদিয়া ও দুর্গাপুর।” কলকাতার প্রাক্তন মেয়রের আরও প্রশ্ন, তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারি দাবি করছেন স্মার্ট সিটি হিসেবে আসানসোলের নাম রয়েছে ? পুরমন্ত্রী (Urban Development Minister) বলেছেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রিন সিটি অনেকগুলোই করা হয়েছে। যেখানে অনেক গাছপালা লাগানো হয়েছে ,এলইডি বাল্ব লাগানো হয়েছে ,পার্ক করা হয়েছে এবং সেই সমস্ত জায়গায় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কম থাকে তারও ব্যবস্থা করা হচ্ছে।”

পাশাপাশি তিনি দাবি করেন, স্মার্ট সিটি হিসেবে আসানসোলের নাম কি করে হয়। তারপরেও জিতেন্দ্র তিওয়ারিকে (Jiten Tiwari) আসানসোলের জন্য বেশ কিছু টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জিতেন্দ্র তিওয়ারিকে তিনি ফোন করেছেন । তবে জিতেন্দ্র তিওয়ারি ফোন রিসিভ করেননি । ফিরহাদ হাকিমের আশা, জিতেন্দ্রর তাঁকে ফোন করবেন। ঘটনাটি আসলে সম্পূর্ণভাবে বিজেপির প্রোপাগান্ডা বলেও দাবি করেন ফিরহাদ হাকিম। জিতেন্দ্র তিওয়ারি যে চিঠি পাঠিয়েছেন, তা ফিরহাদ হাকিম এদিন সকাল বেলা নটা ১৫ মিনিট নাগাদ পেযেছেন। কিন্তু মিডিয়ার কাছে চিঠি গতকাল রাতেই ফাঁস করে দেন বলে অমিত মালব্য। যা অবিশ্বাস্য ঠেকেছে ফিরহাদ হাকিমের কাছে। প্রসঙ্গত, তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় জিতেন তিওয়ারিকে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকের জন্য তলব করেছেন ফিরহাদ হাকিম। ওই বৈঠকে থাকতে পারেন তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.