লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের বহর বাড়ছে। বিভিন্ন রাজনৈতিকদল থেকে এসে মোদীর হাত শক্ত করছেন রাজনীতির কারবারিরা। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই, বিজেপিতে যোগদানের বিষয়ে এগিয়ে রয়েছেন অভিনেতা-অভিনেত্রীরাও। সেই তালিকায় এবার নয়া সংজোজন অন্নপূর্ণা দেবী। ঝাড়খণ্ডের প্রাক্তন আরজেডি প্রধান তিনি। লোকসভা ভোটের আগে তাঁর দলবদল নিঃসন্দেহে বিজেপিকে আরও শক্তি যোগাবে বলেই মত রাজনৈতিকমহলের একাংশ।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন অন্নপূর্ণা দেবী। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন পার্টির প্রাক্তন বিধায়ক জনার্দন পাসোয়ানও। রবিবারই বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসেছিলেন অন্নপূর্ণা দেবী।
বৈঠকে সমাধান সূত্র না বেরনোয় ব্যাপক ক্ষোভ উগরে দেন তিনি। এরপরেই দল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বাবুলাল মারাণ্ডির বিরুদ্ধে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। বিজেপিতে যোগদানের খবর পেয়েই অন্নপূর্ণা দেবীকে বহিষ্কার করেছে লালুপ্রসাদ যাদবের দল।