২১ শে জুলাইয়ের আগে সরাসরি তৃণমূল সরকারকে যুদ্ধের বার্তা দিলেন কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিংহ। তিনি কখনও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আবার কখনও উত্তরবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। এবারে গোপন ডেরা থেকে ফের একটি ভিডিওর মাধ্যমে তৃণমূল সরকারকে বার্তা দিলেন জীবন সিংহ।
সরাসরি তিনি বলেন, কোন নেতা বা ব্যবসায়ীকে ফিরতে দেওয়া হবে না কামতাপুর থেকে। সেই সঙ্গে তিনি কেএলও-এর সদস্য কৈলাশ কোচ ও তার পরিবারকে মুক্তি দেবার দাবি জানিয়েছেন ভিডিওতে। এই প্রসঙ্গে জীবন সিংহ জানিয়েছেন, গোপন জায়গায় আটকে রেখে অকারণে অকথ্য অত্যাচার করা হচ্ছে কৈলাশ কোচকে। কেএলও সুপ্রিমো জীবন সিংহ সাফ জানিয়ে দিয়েছেন, কৈলাশকে মুক্তি না দিলে তারা আগামী দিনে যুদ্ধ জারি করবে। সরাসরি তিনি বলেছেন, ‘যুদ্ধে কে জেতে, আমি তা দেখে নেব।’ শুধু তাই নয়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই ভিডিওতে বার্তা দিয়েছেন। ভিডিওতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তিনি বলেন, উনি যা করছেন তা একেবারেই ঠিক করছেন না।
প্রসঙ্গত, জীবন সিংহ মাঝেমধ্যেই ভিডিওর মাধ্যমে তৃণমূল সরকারকে বার্তা দিতে থাকে। পুলিশ শত চেষ্টা করেও তার সন্ধান পাচ্ছে না। এবারের ভিডিওতে জীবন সিং জানিয়েছে, তার সংগঠনের মুখপাত্র কৈলাশ কোচকে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বাংলাদেশ থেকে গ্রেফতার করেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর তাকে গোপন ডেরায় আটকে রেখে অত্যাচার চালানো হচ্ছে। জীবন সিংহের প্রশ্ন, তাকে গ্রেফতার করা সত্ত্বেও কেন আদালতে তোলা হল না?
এই প্রসঙ্গে তিনি ভারতীয় সংবিধানের কথা উল্লেখ করেছেন। তার দাবি, ভারতের সংবিধান অনুযায়ী গ্রেফতার করা হলে কাউকে, আদালতে তুলতে হবে ২৪ ঘন্টার মধ্যে। সে ক্ষেত্রে, কৈলাশ কোচকে কেন আদালতে পেশ করার হল না? তৃণমূল সরকারকে জীবন সিংহ জানিয়েছেন, কৈলাশ কোচকে মুক্তি না দেওয়া হলে উত্তরবঙ্গ থেকে কলকাতায় কোন নেতা বা মন্ত্রী বা আধিকারিককে ফিরতে দেওয়া হবে না।
2022-07-21