বখাটে ছেলেরা কি তবে ময়দানে সাংবাদিক নিগ্রহে নামল ?
বারাসাতে তৃণমূলের জোর জুলুম করে মানুষ কে জয় হিন্দ আর জয় বাংলা বলানোর অভিযোগ । আর এরই খবর সংগ্রহ করতে গিয়ে শাসক দলের সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিকরা ।
এর আগে কাটমানি ফেরত দিতে হবে দাবী তুলে বারাসাতের দুই ওয়ার্ডে জয় শ্রীরাম ধ্বনি তুলে কাউন্সিলার দের অফিস ঘেরাও করে একদল জনতা ।
পরে এই সংক্রান্ত বিষয়ে থানায় এসে তৃণমূল সমর্থকদের হাতেই আক্রান্ত হয় সংবাদিক কুল ।তখন তৃণমূলের সমর্থকরা থানায় প্রচুর সংখ্যায় উপস্থিত ছিল । হাতে গোনা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে কোনো সাংবাদিকের ঠোঁট বা চোয়াল ফাটিয়ে দেওয়া হয় তো কারো আবার মোবাইল ভেঙ্গে তাণ্ডব চালায় তৃণমূলী রা । তৃণমূলের বিরুদ্ধে যারা কাট মানির অভিযোগ তুলছে তাদের কাছ থেকে মুখ লুকিয়ে এসে তৃণমূল সমর্থকরা একজোট হয়েছিল থানার কাছে । ছিলেন নেতারাও ।
থানার অদূরে জয় হিন্দ , জয় বাংলা ধ্বনি তুলে সাধারন মানুষের ওপরে হামলা চালায় তারা । এমন অভিযোগ উঠে আসছে যে , জয় হিন্দ জয় বাংলা ধ্বনি তুলে তারা সাধারন মানুষ ও ভ্রাম্যমাণ দের ওপর হামলা চালায় । উপরন্তু জয় হিন্দ ও জয় বাংলা না বলা অব্দি নিরীহ মানুষ দের ও ছাড়া হয় নি । খবর পেয়ে ছবি করতে ছোটে সাংবাদিকরা । নিজেদের কুকীর্তি ক্যামেরায় আসতে দিতে নারাজ তৃণমূল সমর্থক রা এরপরেই হামলা চালায় সাংবাদিকদের ওপরে ।
প্রসঙ্গত এর আগে থেকেই লোকসভা নির্বাচনের নিরিখে বারাসাত শহরে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ২৮টি তে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল । বুথ অনুয়ায়ী পর্যালোচনা করে নীতি নির্ধারণ করা হবে জানা গেছিল । সেই নীতি শুধু জোর করে জয় হিন্দ বা জয় বাংলা বলানো নয় ,এবার বিজেপি কে সমর্থন করা শহর বারাসতের জন সাধারণের ওপরে আক্রমণ ও আক্রমণের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদের প্রহার কিনা তা ভবিষ্যৎ সময়ে আরো স্পষ্ট হবে।