বাংলা দখলের লক্ষ্যে ফের রাজ্যে জেপি নাড্ডা। জনসভা থেকে পাটকল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ, দিনভর ঠাসা কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতির। প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।
সকাল ১১ টা ৪৪: রাজ্যের ২৯৪ টি কেন্দ্রে যাবে বিজেপির এলইডি ট্যাবলো। মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ।
সকাল ১১ টা ০২: ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচির উদ্বোধন করলেন জেপি নাড্ডা। জানালেন, দুর্নীতি মুক্ত বাংলা গড়বে বিজেপি। আশ্বাস দিলেন, ক্ষমতায় এল বন্ধ হবে কাটমানি নেওয়ার রীতি।
সকাল ১০ টা ৪৫: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। দিলীপ ঘোষ পতাকা তুলে দিলেন তাঁর হাতে।
সকাল ১০ টা ৪০: হেস্টিংয়ের কার্যালয়ে জেপি নাড্ডা। সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যরা।
সকাল ১০ টা ১৫: উত্তর ২৪ পরগনার ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দিল না পুলিশ। ফলে বারাকপুরের পরিবর্তন যাত্রা নিয়ে জটিলতা। অর্জুন সিং টুইটে জানালেন, স্থগিত করা হচ্ছে এই কর্মসূচি। পাশাপাশি আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
সকাল ১০ টা: হোটেল থেকে বিজেপির হেস্টিংয়ের কার্যালয়ের উদ্দেশে রওনা হলেন জেপি নাড্ডা।