বৃষ্টি থেকে মুক্তি পেলেও, এখনই ভ্যাপসা গরম বজায় থাকবে কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী অঞ্চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার ও রবিবার ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। দেশে বর্ষা-বিদায় শুরু হয়েছে। রাজস্থান ও পাঞ্জাবের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে আগামী ৪/৫ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ রাজ্য থেকেই বর্ষা বিদায় নেবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনার কারণেই এই বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । ঘূর্ণাবর্ত সরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে আসবে এবং নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশাতে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ- অসমের উপরেও। এর প্রভাবে অরুণাচল, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যের আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।