মোমিনপুরের ঘটনায় বিজেপির প্রতিক্রিয়াকে শকুনের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘ঘটনাকে অযথা ধর্মীয় রং দিয়ে রাজনীতি করছে বিজেপি’। বিজেপির বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগও করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক।
মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে হিন্দুদের উপর আক্রমণ হয়। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙচুর, বাড়িঘরে লুঠপাঠ চলে। ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার। এরপরেই সুকান্তের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে প্রতিবাদে নামেন শুভেন্দু অধিকারী।
এর পাল্টা কুণাল বলেন, ‘একটা বিচ্ছিন্ন ঘটনা। গণ্ডগোল হয়েছে, সেটা দুটি ব্যক্তির মধ্যে হতে পারে, ক্লাবের মধ্যে হতে পারে, সেটা মানুষ থামিয়েছেন, পুলিশ থামিয়েছেন, সেটা ধর্মীয় রং দিয়ে, যেভাবে প্ররোচনার রাজনীতি করছে বিজেপি, আর তার সঙ্গে তার দুই লেজুর, কংগ্রেস এবং সিপিএম কুৎসা করতে নেমেছে’ ! এরপরেই শুভেন্দুরা কেন সেখানে গিয়েছেন প্রশ্ন তুলে, উত্তরপ্রদেশ ও ত্রিপুরার প্রসঙ্গ তোলেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেস কীভাবে বাধার সম্মুখীন হয়েছে, মনে করান এদিন কুণাল ঘোষ।
জানা গেছে, ঘটনায় কলকাতা পুলিশের দুই ডিসি-সহ ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় দু’ পক্ষের বেশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র্যাফ।