মাঝে আর কয়েকটি দিন, তারপরেই মায়াপুর ইসকনের সম্প্রীতির রথযাত্রা। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে প্রস্তুতি। অলায় গোবিন্দ দাসের নেতৃত্বে গৌরাঙ্গ, শ্রীরূপ, বিশ্বরূপের মত ভক্তরা জগন্নাথদেবের রথ সাজানোর কাজে চূড়ান্ত ব্যস্ত।
মূল মায়াপুর থেকে ৬ কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে চন্দ্রোদয় মন্দিরে মাসির বাড়িতে সুসজ্জিত রথে চড়ে আসবেন শ্রীজগন্নাথ, শ্রীবলরাম ও সুভদ্রা দেবী। শুরু হয়েছে তারই বন্দোবস্ত।
নাওয়া খাওয়া ফেলে দেবতার রথ সাজাতে ব্যস্ত ভক্তকূল। রথযাত্রা উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে বিশাল আকারের মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেবের জন্য। যেখানে একসঙ্গে প্রায় হাজার পাঁচেক ভক্ত জগন্নাথ দর্শন করতে পারবেন।
এই সঙ্গে এ’বছরের সংযোজন রথযাত্রা মেলা। নাগরদোলনা সহ বিভিন্ন মনোরঞ্জক ব্যবস্থা থাকছে মেলায়। এবং অবশ্যই প্রতিবারের মতো ইসকনের রথযাত্রা কেন্দ্র করে গড়ে উঠবে সম্প্রীতির মেলবন্ধন। তারই নজির, ইসকন মন্দিরের ভক্তদের সঙ্গে রথ সাজানোর কাজে হাত লাগিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও। করুণাময় ঈশ্বর যে সকলের ত্রাতা!