‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ এর সম্মানে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। যেখানে ১৪টি স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন অঙ্গনে সেরা নারীদের মন্তব্য দেয়া হয়েছে। যার মধ্যে শুরুতেই স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের সফল নারীদের গল্পে সাজানো এবারের ডুডলের স্লাইড।
‘নারী’ লেখা ডুডলটি শুরু হয়েছে কয়েকটি ভিন্ন ভাষার উদ্ধৃতি দিয়ে যার মধ্যে রয়েছে হিন্দি, আরবি, ফ্রেঞ্চ, বাংলা, রাশিয়ান, জাপানিজ, জার্মান, ইতালিয়ান, ইংলিশ, স্প্যানিশ এবং পর্তুগীজ।
ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশে আজকের ডুডলটি দেখাচ্ছে গুগল।
গুগল মূলত বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে হোম পেইজে বিশেষ লোগো তৈরি করে। যা ডুডল হিসেবে পরিচিত।