মহিলাদের অপমান করাই ডিএমকে ও কংগ্রেসের সংস্কৃতি। এনডিএ-র হাতে রয়েছে উন্নয়নের অ্যাজেন্ডা, কংগ্রেস ও ডিএমকে-র অ্যাজেন্ডা তখন পরিবারবাদ। মঙ্গলবার তামিলনাড়ুর ধারাপুরমের নির্বাচনী জনসভা থেকে এভাবেই ডিএমকে ও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে তামিলনাড়ুর ধারাপুরমে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। তামিলনাড়ুতে এআইএডিএমকে-র সঙ্গে জোট বেঁধে দক্ষিণী এই রাজ্যে লড়ছে বিজেপি। তাঁদের প্রতিপক্ষ ডিএমকে-কংগ্রেস জোট। এদিন ধারাপুরমে ভোট প্রচারে এসে বিরোধী জোটকেই আক্রমণ করেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, “এনডিএ-র হাতে যখন উন্নয়নের অ্যাজেন্ডা, কংগ্রেস-ডিএমকে-র অ্যাজেন্ডা তখন পরিবারবাদ। রাজ্যকে ডিএমকে-র নতুন কিছু দেওয়ার নেই।” এদিন বক্তব্যের শুরুতেই মোদী বলেছেন, “আগামী কিছু দিনের মধ্যে নতুন বিধানসভা নির্বাচনের জন্য ভোট দেবে তামিলনাড়ু। রাজ্যের জনগণকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের আশীর্বাদ চাইছে এনডিএ পরিবার। চূড়ান্ত উন্নয়নের দৃঢ় অ্যাজেন্ডা ভিত্তিতে আমরা আপনাদের ভোট চাইছি।”
পশ্চিমবঙ্গে শোভারানি মজুমদার নামে একজন বৃদ্ধার মৃত্যু নিয়ে তামিলনাড়ুর জনসভা থেকে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে এবং বামেদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “সোমবার পশ্চিমবঙ্গে শোভারানি মজুমদার নামে একজন বৃদ্ধা প্রাণ হারিয়েছেন, ভিন্ন মতাদর্শের কারণে তৃণমূলের গুন্ডারা কীভাবে ওই বৃদ্ধাকে আক্রমণ করেছি তা আমরা দেখেছি। কংগ্রেস কী কোনও সহানুভূতি দেখিয়েছে? ডিএমকে এবং বামেরা কী নিন্দা করেছে?” কংগ্রেস ও ডিএমকে-কে আক্ৰমণ করে মোদী বলেছেন, ‘কখনওই মহিলা ক্ষমতায়নের গ্যারান্টি দেবে না ডিএমকে ও কংগ্রেস। ১৯৮৯ সালের ২৫ মার্চের কথা কখনও ভোলা যাবে না, আম্মা জয়ললিতার সঙ্গে ডিএমকে কী ধরনের আচরণ করেছিল। মহিলাদের অপমান করা ডিএমকে ও কংগ্রেসের সংস্কৃতি। কিছু দিন আগে ডিএমকে-র বিধায়ক প্রার্থী ডি লিওনি মহিলাদের সম্পর্কে ভয়ানক মন্তব্য করেছিলেন। ডিএমকে তাঁকে থামানোর জন্য কিছু করেনি। কংগ্রেস ও ডিএমকে-কে বলতে চাই মহিলাদের অপমান তামিলনাড়ুর জনগণ কখনও সহ্য করবেন না।”
2021-03-30