করোনা আবহেই বিহারে তিনদফায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহেই অনুষ্ঠিত হবে বিহারের বিধানসভা নির্বাচন। শুক্রবার দুপুরে বিহার বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (EC Sunil Arora)। তিনি ঘোষণা করেন, বিহারে ভোট গ্রহণ হবে ৩ দফায়। প্রথম দফায় ২৮ অক্টোবর ১৬ টি জেলার ৭১টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পরের দফায় ৩ নভেম্বর ভোট হবে ৯৪টি আসনে। তৃতীয় দফায় ৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

 করোনা ভাইরাসের সংক্রমণের আবহে ভোট প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, “বিশ্বের অন্তত ৭০ টি দেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে যা সংক্রমণের পরিস্থিতি তাতে এটুকু পরিষ্কার যে এখনই পুরোপুরি তা নিয়ন্ত্রণে আসবে না। তা বলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া অনন্তকালের জন্য বন্ধ থাকতে পারে না। তাই ভারসাম্য রাখতেই নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেছেন, “ভোট কর্মীদের জন্য ৪৬ লক্ষ মাস্ক, ২৩ লক্ষ গ্লাভস, ৬ লক্ষ পিপিই স্যুট, ৭ লক্ষ ফাইল স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে। তা ছাড়া ভোট গ্রহণের সময়ও ১ ঘন্টা বাড়ানো হবে। প্রতি বুথে ১৫০০ জন ভোটারের পরিবর্তে ভোট দেবেন ১০০০ জন ভোটার।”

গতবার ২৪৩টি আসনের বিহার বিধানসভায় (Bihar Assembly) মহাগঠবন্ধনে আরজেডি জিতেছিল ৮০টি, জেডি (ইউ) ৭১টি, কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন। সেই পরিস্থিতিতে মাত্র ৫৩ টি আসনে জিতেছিল বিজেপি (BJP)। সরকার গঠন করেছিলেন নীতিশ কুমার। উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন লালু পুত্র তেজস্বী যাদব। কিন্তু ২০১৬ সালে এক বছরে মধ্যে ডিগবাজি খান নীতিশ কুমার (Nitish Kumar)। তিনি ফের আরজেডি-কংগ্রেসকে (RJD-Congress) ছেড়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেন। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি-জেডি (ইউ) (JD-U) জোট দারুন ফল করেছে বিহারে। এবার নির্বাচনেও সেই জোট অব্যহত থাকবে। তা ছাড়া জোটে থাকছে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.