অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল বাংলাদেশি নাগরিক। তারপর স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঘাঁটি গেড়ে চলছিল গরু ও অন্যান্য জিনিস পাচারের কাজ। শুধু তাই নয়, এদেশের মেয়েকে বিয়ে করে বাংলাদেশে পাচার করে দেওয়া হত বলেও অভিযোগ। অবশেষে তদন্তে নেমে খাদিম মহম্মদ নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত খাদিম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানিশঙ্কর থানার অন্তর্গত হাজিমদিঘি গ্রামের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি সিম কার্ড সমেত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।
কয়েক বছর আগে খাদিম এদেশে অনুপ্রবেশ করে। তারপর সে করনদীঘি থানার অন্তর্গত কোয়াসপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফ্ফরের বাড়িতে আশ্রয় নেয়। খাদিমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে যোগাযোগ করে বাংলাদেশি যুবকদের এদেশে নিয়ে আসে। তারপর ওই যুবকরা এদেশের মেয়েদের বিয়ে করে বাংলাদেশে পাচার করে দিত।
শুধু তাই নয়, দীর্ঘ ১০ বছর ধরে আব্দুলের বাড়িতে থেকে বাংলাদেশে গরু পাচার করত সে। অভিযোগ, খাদিম সীমান্তের মালদোখন্ড এলাকা দিয়ে গরু পাচার করত বাংলাদেশে। আপাতত, দুজনকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ।