স্বস্তি দিয়ে দেশে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক সংক্রমণ এখনও ৩ লক্ষের উপরে। সংক্রমণের রাশ টানতে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। তবে নানা রাজ্য থেকে টিকার অপ্রতুলতার খবর আসছে। এর মাঝে আশার আলো দেখালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। তিনি দাবি করেছেন জুলাই মাসের মধ্যেই ৫১.৬ কোটি দেশবাসী টিকা(Vaccine) পাবেন। তিনি এদিন জানান, এখনও পর্যন্ত ১৮ কোটি দেশবাসী করোনা টিকা পেয়েছেন।
গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছেন, টিকার চাহিদার কথা মাথায় রেখে যোগান বৃদ্ধি করা হচ্ছে। জুলাই মাসের মধ্যেই ৫১.৬ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্পুটনিক ভি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরো চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে।
সম্প্রতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি টুইটে লেখেন, ‘করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে আতঙ্কিত হবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। একইসঙ্গে ডায়েট করুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনাকে করোনা মোকাবিলায় সাহায্য করবে।’ সেই ডায়েট চার্টে ছিল ডার্ক চকোলেটও। হর্ষ বর্ধনের এই মন্তব্যে কার্যত ক্ষুব্ধ হন নেটিজেনরা।
প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। শনিবারের তুলনায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। শনিবার ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে পরপর ৩ দিন কমল আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন যাবৎ দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষের নিচেই। নিঃসন্দেহে এটি কিছুটা স্বস্তিদায়ক।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অবশ্য বেড়েছে। শনিবার যেখানে ৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছিল সেখানে রবিবার ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে আশা জাগাচ্ছে দৈনিক সুস্থতার হার। শনিবারের তুলনায় সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে। সুস্থতার হার রবিবার দৈনিক সংক্রমণের থেকেও বেশি। শনিবার যেখানে ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন মানুষের সুস্থতার খবর এসেছিল, রবিবার জানা গেল গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন।