করোনায় (corona)দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত একদিনে করোনায় মৃত্যুর নিরিখে এই পরিসংখ্যান সর্বোচ্চ। নতুন করে দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ হাজার ৮২১ জন। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪০ হাজার ৪৫০। দেশে করোনায় মৃত বেড়ে ১৪ হাজার ১৫ জন।
একটানা লকডাউনেও সংক্রমণ লাগামহীন। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। ২ লক্ষ ৪৮ হাজার ১৩৭ জন করোনামুক্ত হয়েছেন। তবে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে অতীতের রেকর্ড ভেঙে গিয়েছে সোমবার। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশজুড়ে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।
দেশের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩৫ হাজার ৭৯৬ জন। মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৬ হাজার ২৮৩। তবে কেন্দ্রের সবচেয়ে বেশি উদ্বেগ এখন রাজধানী দিল্লি নিয়ে। আক্রান্তের বিচারে তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ হাজার ৬৫৫। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে প্রতিদিন ১৮ হাজার করোনা টেস্ট করা হচ্ছে। করোনা পরীক্ষা করানো নিয়ে দিল্লিবাসীকে কোনও হয়রানির সম্মুখীন হতে হচ্ছে না।
দিল্লির পরেই সংক্রমণের নিরিখে তৃতীয় তামিলনাড়ু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ হাজার ৮৭। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ৭৯৪। সংক্রমণে লাগাম টানতে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। ৩০ জুন পর্যন্ত নতুন করে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।