ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে গেল। গত ১৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ২৫। এখনও পর্যন্ত ভারতে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৮ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯৪। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন। এই মুহূর্তে ভারতে(india)কোভিড ১৯(covid-19) অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৬৪৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মারাঠা মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে(Maharashtra)। এই রাজ্যে মারা গিয়েছেন ৬৪ জন। গুজরাত ও মধ্যপ্রদেশে ১৩ জন করে মারা গিয়েছেন। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১০১৮। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯০। দিল্লিতে ৫৭৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।