একাধিক বিষয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের খবর প্রকাশ্যে আসে। তবে, জমি বিবাদ বা ক্ষমতা কেন্দ্রীক বিবাদের খবরই বেশি থাকে। এইবারে শাসকদলের গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া গেল পুজো উদ্বোধনকে কেন্দ্র করে। এই ঘটনাটিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের এনএসসিসি ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনকে কেন্দ্র করে। দাবি, এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি দিননাথ দাস প্রথমে ফিতে কেটে দুর্গাপুজোর উদ্বোধন করে যান। তারপরেই আবার সেই ক্লাবে পুজো উদ্বোধন করতে পৌঁছান নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। একই পুজোর উদ্বোধন দুইবার উদ্বোধন করায় শুরু হয় বিবাদ।
একদিকে দিননাথ দাস বক্তব্য, “নন্দকুমারের এই ক্লাব ভাল পুজো করে থাকে। এবারও আমাকে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় উদ্বোধনের অনুষ্ঠানে। আমি গিয়েছিলাম। তারপরের ঘটনার কথা শুনেছি। তবে বিশদে জানিনা। আমরা বেরিয়ে আসার পর হয়তো হয়েছে। পুজো সকলকে নিয়ে করতে হবে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও প্রশ্নই আসে না”। অপরদিকে, নন্দকুমার বিধায়ক সুকুমার দে-এর দাবি, “এটা আমাদের জানা নেই। আমি শুনিনি। যদি ক্লাব কর্তৃপক্ষ যদি করে থাকে আমাদের কিছু বলার নেই। উদ্বোধক হিসাবে তো যাঁর নাম আছে তিনিই উদ্বোধন করবেন। সেই হিসাবে আমাদের ডাকা হয়েছে আমরা এসেছি।”