একদিনে সর্বোচ্চ আক্রান্ত পশ্চিমবঙ্গে, ৩৭১ বেড়ে মোট সংক্রমিত ৫৫০১ জন

পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ক্রমশই লাফিয়ে বাড়ছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭১জন। এই যাবৎ যা সর্বাধিক। এর আগে একদিনে ৩৪৪ জন আক্রান্তের খবর দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতর যা সেদিন পর্যন্ত সর্বাধিক ছিল। এরপর গতকাল আক্রান্তের সংখ্যা ৩১৭ যা দ্বিতীয় সর্বাধিক। এরপর রবিবার ফের একবার লাফিয়ে বাড়ল বঙ্গে আক্রান্তের সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় ৮জনের মৃত্যু হয়েছে রাজ্যে। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ১৮৭জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৩০২৭। এদিন এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০১ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২১৫৭জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪৫জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। গত ২৪ ঘণ্টায় ৩৯.২১ শতাংশ সুস্থ হয়েছে।  এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৯হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩হাজার ৭৫১টি। এখন রাজ্যে ৪০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ১৬হাজার ৮১৮জন। সরকারি একান্ত বস থেকে ছুটি পেয়েছেন, ৫১হাজার ৮৮৭জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ১লাখ ৩৫হাজার ৫৩০জন।

হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৮৯হাজার ৭১২জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ৭২টি নতুন কেস। এই পর্যন্ত এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে মোট ২১২৫টি কেস। তাদের মধ্যে আরও ৩১জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে মোট ৯০২জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৫৭জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করোনায় আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১০১৪জন। বাকি একজন মৃত উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.